images

আইন-আদালত

দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতির আবেদনের শুনানি পেছাল

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর ২০২৪, ০১:১২ পিএম

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি চেয়ে করা আবেদনের শুনানি পিছিয়ে ৫ নভেম্বর নতুন তারিখ ধার্য করেছে আদালত। ঢাকার একটি বিচারক আদালত রোববার (২৭ অক্টোবর) এ আদেশ দেয়।

এর আগে ২০১৭ সালের ২৮ মে এ মামলা বাতিলের জন্য খালেদা জিয়ার করা আপিল আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট।

বড় পুকুরিয়া কয়লা খনির উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে চীনা কোম্পানির সঙ্গে করা চুক্তির মধ্য দিয়ে দেড় শ কোটি টাকারও বেশি রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলাটি করা হয়েছিল।

২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদকের করা মামলায় সে বছরই ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়।

তখন বিএনপি নেত্রী মামলাটি বাতিলের আবেদন করলে ২০০৮ সালে হাইকোর্ট মামলার কার্যক্রম স্থগিত করে। তবে ২০১৫ সালে দুদক মামলাটি সচল করার উদ্যোগ নেয়। এরপর মামলা বাতিল করার জন্য হাইকোর্টে করা আবেদন বাতিল হলে তার বিরুদ্ধে লিভ টু আপিল করেন খালেদা জিয়া।

এমআর