images

আইন-আদালত / শিক্ষা

সচিবালয়ে নাশকতার অভিযোগে ২৬ শিক্ষার্থী কারাগারে

নিজস্ব প্রতিবেদক

২৪ অক্টোবর ২০২৪, ০৪:৪৭ পিএম

images

অবৈধভাবে সচিবালয় প্রবেশ, সরকারি কাজে বাধা দেওয়াসহ নাশকতার অভিযোগে হওয়া মামলায় গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় অনুত্তীর্ণ ২৬ শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালত এ আদেশ দেন।

কারাগারে যাওয়া শিক্ষার্থীরা হলেন- জহিরুল ইসলাম, ফয়সাল হাসান, রায়হান হোসেন, রুবেল আহম্মেদ, রিয়াদ মাহমুদ, মেজবাউল রহমান মিল্লাদ, মেহেদী হাসান, সোহান, ইমরান হোসেন আরমান, মেহেদী হাসান অন্তর, সাগর, রোহান, শাহরিয়ার হোসেন সোয়াদ, আহাম মোল্লা, সোহান, মাসনুন, নাঈম, ইমাম হাসান, শাকিল, সেলিম, সাকলাইন মুস্তাক, হানজালাল, মশিউর রহমান, প্রান্তিক, তাছিম রহমান, ও রবিন মিয়া।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) একরামুল হক আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আর আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা জামিন আবেদন করেন।

শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে রোববার জামিন শুনানির জন্য দিন ধার্য করে আদালত। 

নতুন করে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের দাবিতে গত বুধবার সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করে একদল শিক্ষার্থী। পরে সেখান থেকে ৫৪ জনকে আটক করা হয়। পরে ২৮ জন ছাড়া পেলেও ২৬ জনের নামে মামলা হয়।

/এএস