images

আইন-আদালত

শীর্ষ নিউজ ডট কমকে অবিলম্বে নিবন্ধন দিতে নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৯ পিএম

অনলাইন নিউজপোর্টাল ‘শীর্ষ নিউজ’ ডটকমকে অবিলম্বে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি শীর্ষ নিউজ ডট কমকে নিবন্ধন না দিয়ে ব্লক করে রাখাকে অবৈধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে শীর্ষ নিউজের সম্পাদকের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. তাজুল ইসলাম।

এর আগে গত ২৭ আগস্ট অনলাইন নিউজপোর্টাল ‘শীর্ষ নিউজ’ ডট কমের নিবন্ধন না দেওয়া ও চালু করার অনুমতি না দেওয়া কেন অবৈধ হবে না, এই মর্মে জারি করা রুলের চূড়ান্ত শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব-উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য এ দিন ধার্য করেন।

পরে আদালত থেকে বেরিয়ে মো. তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের নির্দেশে শীর্ষ নিউজ ডট কমের প্রকাশনা বন্ধ করে দিয়েছিল বিটিআরসি। এরপর বার বার যোগাযোগ করেও শীর্ষ নিউজ চালু করা যায়নি। তথ্য মন্ত্রণালয়ে আবেদন করলেও নিবন্ধন দেওয়া হয়নি শীর্ষ নিউজকে।

তিনি আরও বলেন, নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে ২০২২ সালে হাইকোর্টে রিট করেন শীর্ষ নিউজের সম্পাদক একরামুল হক। রিটের শুনানি নিয়ে ওই বছরই হাইকোর্টের একটি বেঞ্চ রুল জারি করেছিলেন। আজ রুল নিষ্পত্তি করে হাইকোর্ট শীর্ষ নিউজ ডট কমকে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন।

এআইএম/এএস