images

আইন-আদালত

বেক্সিমকো গ্রুপের সম্পদ দেখাশোনা করতে রিসিভার নিয়োগে রুল

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৩:০০ পিএম

বেক্সিমকো গ্রুপের সব প্রতিষ্ঠান দেখাশোনা করতে রিসিভার নিয়োগ করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে রুল জারি করেছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকের প্রতি এ রুল জারি করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) এ বিষয়ে এক রিটের শুনানি করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আরও পড়ুন

বিচার বিভাগের রোডম্যাপ ঘোষণা করবেন প্রধান বিচারপতি

একইসঙ্গে বেক্সিমকোর গ্রুপের প্রতিষ্ঠানগুলোর কি পরিমাণ বকেয়া ঋণ আছে, তা জানাতে বাংলাদেশ ব্যাংককে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

আগামী চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যংককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে বলেও জানান রিটকারি আইনজীবী। 

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মাসুদ আর সোবহান। আর রাষ্ট্র পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রেদওয়ান আহমেদ রানজীব, সহকারি অ্যাটর্নি জেনারেল মুজাহিদুল ইসলাম শাহীন।

এআইএম/এমএইচএম