নিজস্ব প্রতিবেদক
০২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৩ পিএম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রাজধানীর আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজী সেলিমকে আদালতে হাজির করে পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। সেই মামলার অন্যতম আসামি আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য। গতকাল রোববার মধ্যরাতে রাজধানীর বংশাল থেকে পুলিশ হাজী সেলিমকে গ্রেফতার করে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এই আন্দোলনে দেশজুড়ে ক্ষমতাসীন দলের নেতাকর্মী এবং পুলিশের গুলিতে হাজারের কাছাকাছি মানুষ নিহত হন। এসব ঘটনায় ইতোমধ্যে সারাদেশে কয়েক শ মামলা হয়েছে। সেই মামলায় আসামি করা হয়েছে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি ও নেতাদের। ইতোমধ্যে বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা গ্রেফতার হয়েছেন। বাকিরাও আছেন গা ঢাকা দিয়ে। কেউ কেউ দেশ ছেড়ে চলেও গেছেন। যারা গ্রেফতার হয়েছেন তাদের বারবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
জেবি