images

আইন-আদালত

ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক

২০ আগস্ট ২০২৪, ০২:১৪ পিএম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে শেখ হাসিনাসহ যাদের নামে হত্যা-গণহত্যার অভিযোগ এসেছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হবে।

মঙ্গলবার (২০ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কর্মকর্তা মতিউর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। 

এ পর্যন্ত শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে হত্যা-গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় তিনটি মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

হাসিনা-ইনু-মেননদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

এর আগে সোমাবার (১৯ আগস্ট) মিরপুরে শিক্ষার্থী আলভীকে হত্যার ঘটনায় শেখ হাসিনা, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনোয়ার হোসেন মঞ্জুসহ ২৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দায়ের করা হয়। দল হিসেবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনকেও আসামি করা হয়েছে।

আলভীর পরিবারের পক্ষে ধানমন্ডির আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা কার্যালয়ে এ অভিযোগ দাখিল করেন অ্যাডভোকেট আসাদ উদ্দিন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে আন্দোলনে শিক্ষার্থী নিহতের ঘটনায় দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হচ্ছে।  

এআইএম/এমএইচএম