নিজস্ব প্রতিবেদক
০৭ আগস্ট ২০২৪, ০৭:২০ পিএম
আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের নির্মিত বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর চালানো হচ্ছে। এই ধারাবাহিকতায় উপড়ে ফেলা হয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে স্থাপিত গ্রিক দেবী থেমিসের ভাস্কর্যটি।
বুধবার (৭ আগস্ট) দুপুরে বেশ কয়েকজন এসে ভাস্কর্যটি পুরোপুরি উপড়ে ফেলে। এর আগে গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) সকালে ইস্পাতের তৈরি ভাস্কর্যটির হাত ও দাঁড়িপাল্লা ধরে থাকা হাত ভেঙে ফেলা হয়।
তবে ভাস্কর্যটি কে বা কারা উপড়ে ফেলেছে এ ব্যাপারে কিছু জানাতে পারেননি সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা।
আলোচিত এই ভাস্কর্যটি ২০১৬ সালের ডিসেম্বরে প্রথমে সুপ্রিম কোর্টে প্রবেশের মূল ফটকের বরাবর থাকা লিলি ফোয়ারায় বসানো হয়। তবে হেফাজতে ইসলামসহ বিভিন্ন ইসলামি দল এ ব্যাপারে আপত্তি তুললে ২০১৭ সালের মে মাসে ভাস্কর্যটি বর্ধিত ভবনের সামনে স্থাপন করা হয়।
জেবি