images

আইন-আদালত

আইসিটি মামলায় পিনাকীসহ দুজনের বিরুদ্ধে চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

২৮ এপ্রিল ২০২৪, ০৬:৫০ পিএম

ডিজিটাল নিরাপত্তা আইনের (আইসিটি) একটি মামলায় বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যসহ দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। অপর আসামি হলেন ছাত্রদলের সাবেক নেতা মফিজুর রহমান।

রোববার (২৮ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন ফকির গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

এই কর্মকর্তা জানান, সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এই অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগ।

এই মামলায় যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে অব্যাহতি দিতে আবেদন করেছে সিটিটিসি।

আরও পড়ুন

নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

২০২২ সালের ১৫ অক্টোবর পিনাকীসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করে সিটিটিসি বিভাগ। মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চক্রান্তে জড়িত থাকার অভিযোগ আনা হয়।

মামলায় মফিজুর রহমানকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তিনি এখন জামিনে আছেন। বাকি দুই আসামি দেশের বাইরে থাকায় তাদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

জেবি