images

আইন-আদালত

বেনজীরের সম্পদের অনুসন্ধান চেয়ে রিট

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ এপ্রিল ২০২৪, ০২:৩৬ পিএম

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের সম্পদের অনুসন্ধান চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন একজন আইনজীবী।

সোমবার (২২ এপ্রিল) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগ্যান।

রিটে বেনজীর আহমেদের সম্পদের বিবরণ চাওয়া হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন কেন ব্যবস্থা নিচ্ছে না তাদের নিস্ক্রিয়তা চ্যালেঞ্জ করা হয়েছে।

আগামীকাল মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে রিটটির শুনানি অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

সাবেক আইজিপি বেনজীরের কড়া সমালোচনায় রিজভী

এর আগে বেনজীর আহমেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। গত ২১ এপ্রিল দুদককে দেওয়া ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ ৩৪ বছর সাত মাস চাকরি করে গত ৩০ সেপ্টেম্বর ২০২২ সালে অবসরে যান। অবসর গ্রহণের পর দেখা যায়, বেনজীর আহমেদ তার স্ত্রী ও কন্যাদের নামে বিপুল পরিমাণ সম্পত্তি অর্জন করেছেন যা তার আয়ের তুলনায় অসম।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে বেনজীর আহমেদের বিপুল সম্পদের বিবরণ দিয়ে সিরিজ প্রতিবেদন প্রকাশিত হয়।

এআইএম/জেবি