images

আইন-আদালত

আত্মসমর্পণের পর কারাগারে বিএনপি নেতা হাবিব

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ এপ্রিল ২০২৪, ০১:৪৭ পিএম

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সবুজবাগ থানার করা একটি মামলায় বৃহস্পতিবার (১৮ এপ্রিল) নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন।

আরও পড়ুন

১২ মামলায় বিএনপি নেতা ইশরাকের অন্তর্বর্তীকালীন জামিন

তিন মামলায় হাবিবের ছয় বছর ৯ মাস সাজা রয়েছে। এছাড়া দুটি মামলা গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

এর মধ্যে সবুজবাগ থানার একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। আগামী রোববার পল্টন থানার আরেকটি মামলায় শুনানি রয়েছে তার।

বিইউ/এমআর