জ্যেষ্ঠ প্রতিবেদক
১৬ মার্চ ২০২৪, ০৪:৫৮ পিএম
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সহকারী অ্যাটর্নি জেনারেল এস. আর. সিদ্দিকী সাইফের ওপর হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।
শনিবার (১৬ মার্চ) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রয়াত সাংবাদিক সিদ্দিক আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে এ মানববন্ধন হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি শামীম আল আজাদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জিয়াউর রহমান।
মানববন্ধনে অংশ নিয়ে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন ও চট্টগ্রাম প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, এস. আর. সিদ্দিকী সাইফ চট্টগ্রাম না পুরো বাংলাদেশের সৎ ও প্রাজ্ঞ সাংবাদিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত সিদ্দিক আহমেদের সন্তান, যাকে চট্টগ্রামের সকল সাংবাদিক তাদের আইডল হিসেবে জানে ও মানে, সাইফ আমাদেরই সন্তান, সাংবাদিকদের সন্তান, চট্টগ্রামের সাংবাদিক সমাজসহ পুরো বাংলাদেশের সাংবাদিকরা তাদের সন্তানের পাশে থাকবে। আমরা প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু ও ন্যায় বিচার প্রত্যাশা করছি। অতি দ্রুত আসামিদের আইনের আওতায় এনে ন্যায় বিচার নিশ্চিত করা হোক এখন এটাই পুরো দেশের দাবি।
এর আগে গত ৭ মার্চ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে সংঘটিত সন্ত্রাসী হামলায় জড়িতদের বিচারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী, চট্টগ্রাম প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি চৌধুরী ফরিদ, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স.ম. শামসুল ইসলাম, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চট্টগ্রাম জেলার আহ্বায়ক, বার কাউন্সিলের সাবেক সদস্য, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. মজিবুল হক, নারী শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাড. নজরুল ইসলাম সেন্টু, সাংবাদিক সিদ্দিক আহমেদ ফাউন্ডেশনের উপদেষ্টা, নোয়াপাড়া ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমেদ, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো চিফ সৈয়দ আলমগীর সবুজ, বিজয় টিভির অফিস ইনচার্জ মোরশেদ হোসেন চৌধুরী, রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. ইলিয়াস।
এছাড়া উপস্থিত ছিলেন— মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সাধারণ সম্পাদক, রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, ডেইলি অবজারভারের রাঙামাটি জেলা প্রতিনিধি ইমতিয়াজ কামাল ইমন, চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাড. নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সাবেক ছাত্রনেতা অ্যাড. এস এম রাশেদ চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর উপকমিটির সদস্য অ্যাড. মিঠুন বিশ্বাস, চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাড. শোয়েব আলী চৌধুরী, সহকারী পাবলিক প্রসিকিউটর প্রকৃতি চৌধুরী ছোটন, অ্যাড. নিশু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য নিশাত চৌধুরী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সাজ্জাদুল ইসলাম সোহাগ, ছাত্রনেতা ওমর সানী শুভ, কাজী আসিফুদ্দিন, মো. নীরব, মো. মেহেদী হাসান রাফী, তানজিমুল।
আরও উপস্থিত ছিলেন— সংগঠনের সহসভাপতি মহিউদ্দিন ইমন, আবু মুসা সিদ্দিকী, আব্দুল গফুর মাস্টার, বেলাল উদ্দিন, আল মামুন, আনোয়ার হোসেন শাওন, নেজাউদ্দিন রানা, মো. বেলাল, আব্দুল্লাহ আল রোমান, হাবিবুল রহমান আনসারী, এস এম ইউসুফ উদ্দিন, বদিউল আলম, ফিরোজুল ইসলাম, মওলানা সৈয়দ আব্দুল্লাহ রশিদী, কাজী শিহাব উদ্দিন, তানভির সিদ্দিকী টিপু, মো. হাবিবুল্লাহ, বাপ্পা বড়ুয়া, সৈয়দ আসিফ প্রমুখ।
প্রতিবাদ সভায় উপস্থিত বক্তারা দেশের সর্বোচ্চ আদালতের অভ্যন্তরে প্রখ্যাত সাংবাদিক প্রয়াত সিদ্দিক আহমেদের সন্তান, সহকারী অ্যাটর্নি জেনারেল এস. আর. সিদ্দিকী সাইফের উপর হামলায় জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
এআইএম/এএস