নিজস্ব প্রতিবেদক
০৩ মার্চ ২০২৪, ১১:২৯ এএম
শ্রম আইন লঙ্ঘনের মামলায় নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনের জামিন মঞ্জুর করেছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। এবিষয়ে পববর্তী শুনানির জন্য আগামী ১৬ এপ্রিল ধার্য করা হয়েছে।
এর আগে রোববার (৩ মার্চ) শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় জামিনের মেয়াদ বাড়াতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। বেলা ১১টার দিকে আদালতে হাজির হন তিনি।
গত ১ জানুয়ারি গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূসসহ চারজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেন ঢাকার তৃতীয় শ্রম আদালত। রায় ঘোষণার পর আপিল করার শর্তে তাদের এক মাসের জামিন দেন একই আদালত। ড. ইউনূস ছাড়া অন্য তিনজন হলেন গ্রামীণ টেলিকমের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান, পরিচালক নুর জাহান বেগম ও মো. শাহজাহান।
ওই রায়ের বিরুদ্ধে ২৮ জানুয়ারি আপিল করেন ড. ইউনূসসহ চারজন। শ্রম আপিল ট্রাইব্যুনাল ওই আপিল সেদিন শুনানির জন্য গ্রহণ করেন। তৃতীয় শ্রম আদালতের দেওয়া রায় আগামী ৩ মার্চ পর্যন্ত স্থগিত করেন। একই সঙ্গে চারজনকে জামিন দেন। পরবর্তী শুনানির জন্য আজ দিন ধার্য করা হয়।
এইউ