images

আইন-আদালত

স্বতন্ত্র প্রার্থী আওলাদকে শপথ দিতে চেম্বার আদালতের নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

১০ জানুয়ারি ২০২৪, ১২:২৪ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসনের নির্বাচনী ফলাফল স্থগিত করে দেওয়া হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে নির্বাচনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী আওলাদ হোসেনকে অবিলম্বে শপথ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সংসদ সচিবালয়ের সচিবকে তার শপথের আয়োজন করতে বলা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

আদালত আদেশে বলেছেন, রিটকারী সানজিদা খানম চাইলে যথাযথ নিয়মে হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করতে পারবেন।

আরও পড়ুন

ঢাকা-৪ আসনের সংসদ নির্বাচনের ফল স্থগিতাদেশের বিরুদ্ধে আবেদন

আদালতে আওলাদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান। আর ইসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ।

সানজিদা খানমের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এবিএম আলতাফ হোসেন, মোতাহার হোসেন সাজু, আইনজীবী শাহ মঞ্জুরুল হক।

এর আগে, মঙ্গলবার (৯ জানুয়ারি) এক আবেদনের শুনানি করে হাইকোর্ট ঢাকা-৪ আসনের নির্বাচনী ফলাফল স্থগিত করে আদেশ দেন।

এআইএম/এমএইচএম