images

আইন-আদালত

‘আমেরিকার জুজুর ভয় দেখিয়ে লাভ নেই’

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ জানুয়ারি ২০২৪, ০২:৩৮ পিএম

দ্বাদশ সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে জানিয়ে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান বলেছেন, নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো অভিযোগ নেই। কাজেই আমেরিকার জুজুর ভয় দেখিয়ে লাভ নেই।

সোমবার (৮ জানুয়ারি) সুপ্রিম কোর্ট চত্বরে সাংবাদিকদের সামনে এমন মন্তব্য করেন তিনি।

খুরশীদ আলম খান বলেন, ‘সংসদ নির্বাচন অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। নির্বাচন নিয়ে বিদেশিদের কোনো অভিযোগ নেই। তাই আমেরিকার স্যাংশনের নামে জুজুর ভয় দেখিয়ে লাভ নেই।’

আরও পড়ুন

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে: বিদেশি পর্যবেক্ষক দল

সুপ্রিম কোর্টের এই আইনজীবী আরও বলেন, ‘দেশের ইতিহাসে কখনও ৬২ জন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়নি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার কারণে এটা সম্ভব হয়েছে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে টানা চতুর্থ মেয়াদে সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। রোববার অনুষ্ঠিত হওয়া ভোটে ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২টি আসনে জয় পেয়েছে। এছাড়া ৬২টি আসনে স্বতন্ত্র প্রার্থী, ১১টিতে জাতীয় পার্টি এবং তিনটিতে অন্যান্য দলের প্রার্থীরা জয় পেয়েছে।

এআইএম/এমআর