images

আইন-আদালত

নড়াইল-২ আসনে নূর ইসলামকে নির্বাচনের সুযোগ দিতে নির্দেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ ডিসেম্বর ২০২৩, ০৫:১৫ পিএম

নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী লায়ন নূর ইসলামের প্রার্থিতা ফেরত দিয়ে তাকে প্রতীক বরাদ্দের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে নূর ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সেলিনা আক্তার চৌধুরী।

পরে আদালত থেকে বেরিয়ে এ আইনজীবী বলেন, এক শতাংশ ভোটারের স্বাক্ষর জটিলতায় গত ৪ ডিসেম্বর লায়ন নূর ইসলামের প্রার্থিতা বাতিল করেন নড়াইলের রিটার্নিং কর্মকর্তা।

আরও পড়ুন

বাতিল প্রার্থিতা ফেরাতে ফের চেম্বার আদালতে শাম্মী আহমেদ

গত ১৬ ডিসেম্বর নির্বাচন কমিশনও নূর ইসলামের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত বহাল রাখেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন প্রার্থী নূর ইসলাম। গত ১৮ ডিসেম্বর বিচারপতি মো. ইকবাল কবীরের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিট খারিজ করে দেন।

এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করা হয়। আজ শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে লায়ন নূর ইসলামকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে নির্দেশ দেন। 

উল্লেখ্য, নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মোর্তজা।

এআইএম/এমএইচএম