images

আইন-আদালত

এ্যানিসহ বিএনপির ২৮ নেতাকর্মীর বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর ২০২৩, ০৩:৫৭ পিএম

রাজধানীর পল্টন থানায় নাশকতার মামলায় বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ দলটির ২৮ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

সোমবার (২৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। সেইসঙ্গে আগামী ৬ ডিসেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত।

আরও পড়ুন

নথি দেখে সাক্ষ্যগ্রহণ বন্ধে খালেদার আবেদনের শুনানি ১ সপ্তাহ মুলতবি

নাশকতার এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, বিএনপি নেতা শাহ আলম, হারুন উর রশীদ, হাবিবুর প্রমুখ।

এদিন কারাগারে থাকা বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকনসহ অন্যান্য আসামিদের আদালতে হাজির করে পুলিশ। জামিনে থাকা আসামিরাও আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৮ সালে ফেব্রুয়ারি মাসে পল্টন থানাধীন এলাকায় বেআইনি সমাবেশ, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। 

এমএইচএম