images

আইন-আদালত

নৌকার কাণ্ডারি হতে চান যেসব নারী আইনজীবী

আমিনুল ইসলাম মল্লিক

১২ অক্টোবর ২০২৩, ০৭:২৬ এএম

ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়। নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে জনগণের মাঝে সরকারের নানা উন্নয়ন কার্যক্রম তুলে ধরছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী। তাদের মধ্যে অনেকেই দ্বাদশ সংসদ নির্বাচনের দলের মনোনয়ন প্রত্যাশী। দলের নজরে আসতে নিয়মিত অংশ নিচ্ছেন দলের অনেক কর্মসূচিতে। পিছিয়ে নেই দেশের সর্বোচ্চ আদালত অঙ্গনের নারী আইনজীবীরাও। সেই লক্ষ্য নিয়ে কাজ করছেন তারাও। মনোনয়ন পেতে জোর লবিংও চালাচ্ছেন। তুলে ধরছেন দুর্দিনে দলের হয়ে নিজেদের নানা ভূমিকার কথা। ইতোমধ্যে অনেকে মনোনয়ন চেয়ে নিজ নিজ এলাকায় পোস্টার-ফেস্টুনও সাঁটিয়েছেন। এখন শুধু দলীয় প্রধানের সিদ্ধান্তের অপেক্ষা।

আইনজীবী পেশায় যুক্ত এসব নারী রাজনীতিবিদদের মধ্যে প্রচারণার মাঠে সরব আছেন সানজিদা খানম, আনোয়ারা শাজাহান, জেসমিন সুলতানা, নুরুন্নাহার আক্তার নুপুর ও জান্নাতুল ফেরদৌস জান্নাত।

কেরানীগঞ্জ কামরাঙ্গীর চর ও সাভারের কয়েকটি ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা-২ আসন। এই আসনে এমপি হওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন আনোয়ারা শাজাহান। সুপ্রিম কোর্টে আইন প্র্যাকটিস করছেন অনেকদিন হলো। নেতৃত্ব দিয়েছেন আওয়ামীপন্থী নারী আইনজীবীদের। পাশাপাশি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন।

awami-anowaraবঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সক্রিয় সদস্য হিসেবে ১৯৭২ থেকে ’৭৪ সালে বেগম বদরুন্নেসা কলেজ ছাত্র সংসদে সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে দায়িত্বরত ছিলেন আনোয়ারা শাজাহান। পরবর্তীতে ১৯৯২ থেকে ২০০৩ সাল পর্যন্ত এবং ২০০৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ মহিলা আইনজীবী পরিষদের সভাপতি ছিলেন। এছাড়াও একাদশ জাতীয় সংসদ নির্বাচনী পরিচালনা কমিটিতে ঢাকা বিভাগের হয়ে কাজও করেছেন। ওয়ান ইলেভেনের সময় দলীয় প্রধান শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পক্ষে আইনি লড়াইয়েও সহযোগিতা করেছেন।

মনোনয়ন চাওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা মেইলকে আনোয়ারা শাজাহান বলেন, আমি আওয়ামী লীগের দীর্ঘদিনের পরীক্ষিত কর্মী। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি নেত্রীর কাছে মনোনয়ন চাইব। আমার প্রত্যাশা দল আমাকে মনোনয়ন দেবে।

আরও পড়ুন

কপাল খুলতে পারে আ.লীগের যেসব কেন্দ্রীয় নেতার

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন মনোনয়ন পাই। বঙ্গবন্ধু হত্যা মামলায় ১৯৯৭ সালে প্রসিকিউটর পক্ষে ছিলেন। আমি জননেত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে দলের জন্য কাজ করে যাচ্ছি। তাই মনোনয়ন পেলে দল ও প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী এবং সরকারে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাব।

আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করে আইনজীবী সানজিদা খানম বলেন, আমি দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী) আসনের এমপি ছিলাম। এরপরের নির্বাচনে সমঝোতা করার জন্য জাতীয় পার্টিকে আসনটি ছেড়ে দিতে হয়েছে। এবারের নির্বাচনে আমি আমার আসনটি আর ছাড়ব না। ইনশাআল্লাহ, এবার মনোনয়ন পাব।

awami-sanjidaএদিকে চাঁদপুর-৪ আসন থেকে নির্বাচন করতে চান সুপ্রিম কোর্ট বারের সিনিয়র সহ-সভাপতি জেসমিন সুলতানা। তিনি এর আগে কয়েকবার মনোনয়ন চেয়েও পাননি। এবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন জোরেশোরে। তার প্রত্যাশা দলের প্রধান এবার তাকে বিমুখ করবেন না। সেজন্য রাতদিন কাজ করে যাচ্ছেন দলের জন্য।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই আইনজীবী সুনামের সঙ্গে প্র্যাকটিস করছেন। পাশাপাশি রাজনীতির মাঠেও সরব আছেন। আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সব ধরণের কর্মসূচিতেও থাকেন নিয়মিত। জেসমিন সুলতানা বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, মহিলা আওয়ামী লীগের কক্সবাজার জেলা কমিটির সাবেক সহ-সম্পাদক, মহিলা আওয়ামী আইনজীবী পরিষদের সাবেক সহ-সভাপতি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আইন সহায়তা কমিটির সহ-সভাপতি।

awami_jesmin

নৌকার টিকিট পেতে আগ্রহী সুপ্রিম কোর্টের আইনজীবী নুরুন্নাহার আক্তার নুপুরও। দ্বাদশ সংসদ নির্বাচনে শুরু থেকেই মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন তিনি। বাংলাদেশ ছাত্রলীগের ইডেন কলেজ শাখার সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের আইন ও বিধি উপ-কমিটির সদস্য নুরুন্নাহার নুপুর ঢাকা-৭ আসন (লালবাগ) থেকে সরাসরি নির্বাচনের জন্য মনোনয়ন সংগ্রহ করলেও দলের সভাপতির কথায় পরে সরে দাঁড়ান। এই আসনের বর্তমান সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম।

awami-nurunnaharঢাকা মেইলকে নুরুন্নাহার নুপুর বলেন, জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচারের জন্য এলাকায় সভা-সমাবেশ করে আসছি। এছাড়া উন্নয়নমূলক কর্মকাণ্ড প্রচারের জন্য সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইভেন্টের আয়োজন করে আসছি। প্রধানমন্ত্রীর নারী নীতিমালা বাস্তবায়নে দীর্ঘদিন ধরে এলাকার নারী, যুব সমাজকে একত্রিত করে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কার্মকাণ্ড পরিচালনা করছি। আশা করছি নেত্রী কাজের মূল্যায়ন করে এবার আমাকে মনোনয়ন দেবেন।

এছাড়া চাঁদপুর-১ (কচুয়া) থেকে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন ঢাকা বারের আইনজীবী জান্নাতুল ফেরদৌস জান্নাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের মেধাবী শিক্ষার্থী জান্নাত আওয়ামী লীগ পরিবারের সন্তান। তিনি ভাষা সৈনিক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রয়াত আব্দুল আউয়ালের মেয়ে। তার প্রত্যাশা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রধান শেখ হাসিনা তাকে নৌকার মনোনয়ন দেবেন। এজন্য অনেক আগে থেকে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি।

jannat

জান্নাতুল ফেরদৌস জান্নাত ঢাকা মেইলকে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিতে হবে। নৌকা প্রতীক নিয়ে আমার বাবা আজীবন কাজ করেছেন। আমিও কাজ করে যাচ্ছি নিরন্তর।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। চলতি বছরের শেষদিকে অথবা ২০২৪ সালের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এ লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নিচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এআইএম/আইএইচ/এমআর