images

আইন-আদালত

জালিয়াতি করে যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা, টেকনিশিয়ান কারাগারে

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৪ এএম

বৌদ্ধ সন্ন্যাসীর ভুয়া পরিচয়ে যুক্তরাষ্ট্রের ভিসার আবেদন করায় অমরজিদ বড়ুয়া নামে এক টেকনিশিয়ানকে কারাগারে পাঠানো হয়েছে।

যুক্তরাষ্ট্রের দূতাবাস কর্তৃপক্ষের পক্ষ থেকে গুলশান থানায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

বুধবার (২৭ সেপ্টেম্বর) আদালতে গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ২৫ সেপ্টেম্বর ঢাকায় মার্কিন দূতাবাসের সহকারী রিজিওনাল সিকিউরিটি অফিসার মাইকেল লি গুলশান থানায় বাদী হয়ে অমরজিদ বড়ুয়ার বিরুদ্ধে একটি মামলা করেন।

এরপর মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক রায়হানুল ইসলাম সৈকত। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার এজাহারে মাইকেল লি উল্লেখ করেন, ‘চলতি বছরের ২৩ আগস্ট অমরজিদ বড়ুয়া নামে এক ব্যক্তি ভিসার সাক্ষাৎকারের জন্য আমেরিকার ওয়েস্ট লস অ্যাঞ্জেলেসের বুদ্দিস্ট গির্জা থেকে আনা একটি আমন্ত্রণপত্রসহ মার্কিন দূতাবাসে আবেদন করেন। তিনি বুদ্দিস্ট গির্জার পুরোহিত করুণা ধার্মা নামে শ্রীলঙ্কান এক নাগরিকের পাঠানো একটি আমন্ত্রণপত্র দূতাবাসে উপস্থাপন করেন। পরে মার্কিন দূতাবাস কর্তৃপক্ষ অমরজিদ বড়ুয়ার আমন্ত্রণপত্র যাচাই করে জানতে পারে যে, আমন্ত্রণপত্রটি জালিয়াতির মাধ্যমে তৈরি করা হয়েছে।’

এজাহারে মাইকেল লি আরও জানান, ‘গত সোমবার (২৫ সেপ্টেম্বর) অমরজিদ বড়ুয়া ভিসা পেতে দ্বিতীয় দফায় সাক্ষাৎকারের জন্য দূতাবাসে আসেন। তখন জাল আমন্ত্রণপত্রের কথা জিজ্ঞেস করলে তিনি স্বীকার করেন যে, তিনি বৌদ্ধ সন্ন্যাসী নন। তিনি পেশায় একজন টেকনিশিয়ান। মিথ্যা তথ্য দিয়ে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে আমেরিকা যাওয়ার চেষ্টা করছিলেন। দালালের কাছে থেকে আমন্ত্রণপত্র সংগ্রহ করেছিলেন। ভিসা পেলে দালালকে ১০ লাখ টাকা দিতে হবে বলে তাদের মধ্যে একটি চুক্তিও হয়েছে।’

এআইএম/এমআর