images

চাকরি

মার্কেটিং এক্সিকিউটিভের কাজ কী, আয় কেমন? 

চাকরি ডেস্ক

১০ এপ্রিল ২০২৩, ১২:০৭ পিএম

যুগের সাথে তাল মিলিয়ে অনেক পেশাই হয়ে যাচ্ছে বিলীন। আবার প্রয়োজন অনুযায়ী নতুন করে তৈরি হচ্ছে বেশ কিছু পেশা যা চাকরির বাজারে চাহিদা সম্পন্ন। এমনই একটা পেশা হলো মার্কেটিং এক্সিকিউটিভ। এই পেশায় নিয়োজিত ব্যক্তিরা পণ্যের বিপণন ও প্রচারে বিশেষ অবদান রাখে। মার্কেটিং এর কাজে দায়িত্ব প্রাপ্ত বৃহত্তর একটি দলের গুরুত্বপূর্ণ অংশ হলো মার্কেটিং এক্সিকিউটিভরা। 

কোনো প্রতিষ্ঠানের নতুন পণ্য বা ব্র্যান্ড বাজারে আসলে মার্কেটিং এক্সিকিউটিভদের প্রধান কাজ হয় সেটার সঙ্গে সাধারণ মানুষের পরিচয় করানো এবং পণ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। যে প্রতিষ্ঠানের মার্কেটিং এক্সিকিউটিভদের কাজ যত ভালো সেই প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে সাধারণ মানুষ তত বেশি আস্থা রাখতে সক্ষম।

marketing executive

একজন মার্কেটিং এক্সিকিউটিভ যেকোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারেন। এ পেশায় থাকলে কোম্পানির পণ্যের বিক্রি বৃদ্ধির দায়িত্ব নিতে হয়। সাথে পুরানো কাস্টমার ধরে রাখার কাজও করতে হয় একজন দক্ষ মার্কেটিং এক্সিকিউটিভকে। বর্তমানে একটি প্রতিষ্ঠানের উন্নতির অনেকাংশই নির্ভর করে দক্ষ মার্কেটিং এক্সিকিউটিভদের ওপর।

এই পেশায় যুক্ত হতে যেসব যোগ্যতা এবং দক্ষতা প্রয়োজন

১. শিক্ষাগত যোগ্যতা: অনেকেই ভাবে এই পেশাতে আসতে হলে মার্কেটিং বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করতে হবে। এই ধারণা ভুল। এই পেশায় যেকোনো ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী যুক্ত হতে পারে। তবে চাকরির বাজারে এগিয়ে থাকার জন্য ছাত্র জীবন থেকেই বিভিন্ন জায়গাতে যুক্ত হয়ে মার্কেটিং এর কাজ করে অভিজ্ঞতা অর্জন করা প্রয়োজন। এতে চাকরির প্রতিযোগিতায় অন্যদের থেকে নিজেকে এগিয়ে রাখা সহজ হবে। এছাড়াও ইংরেজি ও বাংলাতে সমান দক্ষ হওয়া এই পেশার জন্য গুরুত্বপূর্ণ।

marketing executive

২. ব্যক্তিগত যোগ্যতা: এই পেশায় আসতে হলে মানুষের সঙ্গে যোগাযোগের দক্ষতা থাকতে হবে। কারণ এখানে কাস্টমারদের সাথে ভালো ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। একজন দক্ষ মার্কেটিং এক্সিকিউটিভের আলাপ-আলোচনার মাধ্যমে মধ্যস্থতা করার দক্ষতা থাকতে হয়। এছাড়াও সুষ্ঠু উপস্থাপন ও সঠিক তথ্য উপাত্ত তুলে ধরার ক্ষমতাও থাকতে হবে এই পেশায় যুক্ত হতে হলে।

৩. মনস্তাত্ত্বিক যোগ্যতা: বেশিরভাগ ক্ষেত্রেই এই পেশায় অনেক নতুন মানুষের সাথে তথ্যের আদান-প্রদান করতে হয়। তাই অন্যদের মানসিক অবস্থা বোঝার মতন দক্ষতা থাকতে হবে একজন মার্কেটিং এক্সিকিউটিভ এর। অনেক সময় হঠাৎ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হতে পারে। তাই সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাও তার থাকা উচিৎ। এছাড়াও মনোযোগী শ্রোতা হওয়া ও দলের সঙ্গে কাজ করার মতন মানসিকতা থাকা গুরুত্বপূর্ণ ।

marketing executive

৪. প্রযুক্তিগত জ্ঞান: মার্কেটিং এক্সিকিউটিভকে অবশ্যই বর্তমান প্রযুক্তি সম্পর্কে ধারণা থাকা লাগবে। এছাড়াও বাংলা ইংরেজি ভাষা কম্পিউটার/ল্যাপটপে লিখতে পারা, বিভিন্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন সম্পর্কে জ্ঞান, তথ্য সংগ্রহ ও সংরক্ষণ সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকা এই পেশায় যুক্ত হওয়ার গুরুত্বপূর্ণ শর্ত হতে পারে।

মার্কেটিং এক্সিকিউটিভের ক্যারিয়ার ও সুযোগ সুবিধা 

ক্যারিয়ার শুরু করার জন্য এই পেশায় যুক্ত হওয়া বেশ সুবিধাজনক। মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে চাকরির প্রথম পর্যায়ে প্রতিষ্ঠান সাপেক্ষে বেতন ১৫ থেকে ২০ হাজারের উপরে হতে পারে। এছাড়াও যাতায়াত বাসস্থান ভাতাসহ বিক্রির ওপর কমিশন প্রাপ্তিরও সুযোগ থাকে। 

marketing executive

অভিজ্ঞতা অনুসারে এই পেশায় জুনিয়র থেকে সিনিয়র উচ্চ পদে যাওয়ারও সুযোগ রয়েছে। প্রতিষ্ঠানের কাছে নিজের যোগ্যতা ও দক্ষতা প্রমাণ করতে পারলে এই পেশায় ক্যারিয়ারে সফলতা পাওয়া সম্ভব। এখানে সফলতার বেশিরভাগই নির্ভর করছে নিজের অভিজ্ঞতা ও পরিশ্রমের ওপর।

বর্তমান যেসব শিক্ষার্থী নিজেদের এই পেশায় যুক্ত করার কথা ভাবছেন তাদের উচিত নিজ নিজ দক্ষতা বৃদ্ধির জন‍্য চেষ্টা করা এবং অভিজ্ঞতা অর্জনের বিষয়ে গুরুত্বারোপ করে নিজেদের লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে যাওয়া।

এনএম