images

চাকরি

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ঢাকায়, শুরু ১ এপ্রিল

ফিচার ডেস্ক

১৩ মার্চ ২০২২, ১০:০৩ এএম

জেলা শহরের পরিবর্তে এবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরু হবে ১ এপ্রিল। কয়েক ধাপে চলবে পরীক্ষা। নিয়োগ কমিটি সূত্রে জানা গেছে, ১, ৮, ১৫, ২২ ও ২৮ এপ্রিল লিখিত পরীক্ষা হবে। ঢাকা মহানগর ও এর পার্শ্ববর্তী উপজেলায় পরীক্ষাকেন্দ্র হবে।

নিয়োগ কমিটি জানিয়েছে,  পাঁচ ধাপে দুই শিফটে হবে পরীক্ষা। এর মধ্যে প্রথম শিফট সকাল ১০টায় ও দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকেল ৩টায়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে।

প্রথম ধাপে ডাকা হবে তুলনামূলক বেশি সংখ্যক প্রার্থী। পরীক্ষা শুরুর পাঁচদিন আগে অনলাইন থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে বলা হবে। প্রতি ধাপের পরীক্ষা শুরুর আগে একইভাবে প্রবেশপত্র দেওয়া হবে। আবেদনকারীর মোবাইলে এসএমএসের মাধ্যমে পাঠানো হবে ডাউনলোডের লিংক।

teacher

মহামারি করোনভাইরাসের সংক্রমণ এড়াতে এবার ঢাকায় পরীক্ষার আয়োজন করা হয়েছে। বিগত বছরগুলোতে পরীক্ষা হয়েছিল জেলার শহরগুলোতে। 

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন জানিয়েছেন, সহকারী শিক্ষকের ৩২ হাজার ৫৭৭টি শূন্যপদে নিয়োগের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ২০ অক্টোবর ২০২০ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করে। কিন্তু করোনা মহামারির কারণে নিয়োগ পরীক্ষা গ্রহণ সম্ভব হয়নি। অবশেষে পরীক্ষা নেয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। 

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আমিনুল ইসলাম খান জানিয়েছেন, ইতোমধ্যে অবসরজনিত কারণে আরও দশহাজারেরও বেশি সহকারী শিক্ষকের পদ শূন্য হয়ে পড়েছে। এতে করে বিদ্যালয়সমূহে শিক্ষক ঘাটতি দেখা দিয়েছে। যা পাঠদান কার্যক্রমকে ব্যাহত করছে। এ সমস্যা নিরসনকল্পে মন্ত্রণালয় পূর্বের বিজ্ঞপ্তির শূন্যপদ ও বিজ্ঞপ্তির পরের শূন্যপদ মিলিয়ে প্রায় ৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এজেড