images

চাকরি

অভিজ্ঞ ড্রাইভার নেবে ইসলামী ব্যাংক

চাকরি ডেস্ক

০৮ মার্চ ২০২২, ০৪:১৬ পিএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড অভিজ্ঞ ড্রাইভার নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করছে।

পদের নাম:  গাড়ী চালক (অস্থায়ী)

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এস এস সি বা সমমান।
অভিজ্ঞতা: গাড়িচালক হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা।

বয়সসীমা: ৩১ মার্চ ২০২২ তারিখে অনুর্ধ্ব ৩০ বছর।
বেতন/ ভাতা: ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী।

বয়স নির্ধারণের জন্য এসএসসি বা সমমানের সার্টিফিকেটে উল্লেখিত জন্ম তারিখ বিবেচনা করা হবে এবং এই ক্ষেত্রে কোন হলফনামা গ্রহণ করা হবে না।

অন্যান্য শর্তাবলী: 

  • প্রার্থীকে অবশ্যই কার/মাইক্রোবাস/জীপ/ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্সধারী হতে হবে।
  • চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
  • ফিল্ড/প্র্যাক্টিক্যাল/মৌখিক পরীক্ষার জন্য কোন ভ্রমণভাতা ও দৈনিক ভাতা প্রদান করা হবে না।
  • এ পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
  • নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরণের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে।
  • নির্বাচিত প্রার্থীকে ব্যাংকের যে কোন অফিস/শাখায় চাকরি করার মানসিকতা থাকতে হবে।
  • প্রার্থীগণের মধ্য হতে বাছাই প্রক্রিয়ার মাধ্যমে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে।
  • সংক্ষিপ্ত তালিকায় নির্বাচিত প্রার্থীগণকে ফিল্ড/ প্র্যাক্টিক্যাল পরীক্ষার জন্য ডাকা হবে।
  • ফিল্ড/প্র্যাক্টিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক পরীক্ষায় ডাকা হবে।
  • নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে গণ্য হবে।
  • কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদন গ্রহণ/বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
  • কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি/প্রক্রিয়া পরিবর্তন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন।
  • অসম্পূর্ণ/ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

আবেদন পদ্ধতি: যোগ্য ও আগ্রহী প্রার্থীগণকে ব্যাংকের ওয়েবসাইট <career.islamibankbd.com> এ প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সদ্য তোলা (৩ মাসের মধ্যে) পাসপোর্ট সাইজের রঙিন ছবি (JPG, size 100 kb) এবং স্বাক্ষর (JPG, size 50 kb) আপলোড করার মাধ্যমে আগামী ৩১ মার্চ ২০২২ ইং তারিখের মধ্যে আবেদন করতে হবে।

প্রার্থীগণকে অবশ্যই অনলাইন আবেদনপত্রের প্রিন্টেড কপি এবং শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, ড্রাইভিং লাইসেন্স, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ ৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ১০ এপ্রিল ২০২২  তারিখের মধ্যে আবদ্ধ খামে ব্যাংকের প্রধান কার্যালয়ে  (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিএইচআরও, হিউম্যান রিসোর্সেস উইং, ইসলামী ব্যাংক টাওয়ার, ৪০ দিলকুশা বা/এ, ঢাকা-১০০০) পাঠাতে হবে। সরাসরি হাতে হাতে কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।

এজেড