images

চাকরি

কাউন্টার সেলস এক্সিকিউটিভ নেবে সাকুরা পরিবহন

চাকরি ডেস্ক

২৫ জুলাই ২০২২, ১১:১২ এএম

ঢাকা-বরিশাল রুটে চলাচলকারী সাকুরা পরিবহন (প্রা.) লিমিটেডে এ কিছুসংখ্যক কাউন্টার সেলস এক্সিকিউটিভ (বিক্রয় প্রতিনিধি) নিয়োগ দেয়া হবে। নিয়োগকৃতরা বরিশাল, সায়েদাবাদ এবং টেকনিক্যাল কাউন্টারে কাজ করবেন। 

পদের নাম: কাউন্টার সেলস এক্সিকিউটিভ (বিক্রয় প্রতিনিধি)

পদের সংখ্যা: ১২টি

শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এইচ.এস.সি পাশ

বয়স: ১৮ থেকে ৩০ হতে হবে।

sakura

নিয়োগের যোগ্যতা ও শর্তাবলী: 

প্রার্থীকে অবশ্যই স্মার্ট এবং শুদ্ধভাবে কথা বলায় পারদর্শী হতে হবে। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

শিক্ষাজীবন চলমান রেখে ডিউটিতে আগ্রহী হলে তার জন্য বিশেষ বিবেচনা করা হবে। 

যে কোন ধরনের আঞ্চলিকতা অযোগ্য বলে বিবেচিত হবে।

বেতন: আলোচনা সাপেক্ষে (দৈনিক /ট্রিপ ভিত্তিতে)।

জামানত: চাকরিতে যোগদানের পূর্বে ১৫ হাজার টাকা জামানত প্রদান করতে হবে (ফেরতযোগ্য)।

আবেদন যেভাবে: আগ্রহীরা অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্টসসহ পিডিএফ ফরমেটে জীবনবৃত্তান্ত মেইল করবেন এই ই-মেইল অ্যাড্রেসে-jobs.sakura@gmail.com .

বিস্তারিত জানার জন্য কথা বলতে পারেন এই মোবাইল ফোন নম্বরে-01581226438

ডকুমেন্টস যাচাই-বাছাই করে সাকুরা পরিবহন ইন্টারভিউয়ের জন্য কল করবে।

এজেড