images

চাকরি

চাকরি পাওয়া সহজ কোন কোন পেশায়

চাকরি ডেস্ক

২৫ মে ২০২৫, ১১:২২ এএম

তরুণ-তরুণীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জগুলোর একটি হলো কর্মসংস্থান। উচ্চশিক্ষা গ্রহণের পরও অনেকেই দীর্ঘদিন চাকরির জন্য অপেক্ষায় থাকেন। তবে বাস্তবতা হলো—সব পেশায় চাকরি পাওয়া একই রকম সহজ নয়। কিছু পেশায় দক্ষতা থাকলেই দ্রুত চাকরি পাওয়া যায়, আবার কিছু ক্ষেত্রে দীর্ঘ প্রতিযোগিতা ও অপেক্ষার প্রয়োজন পড়ে। এই প্রতিবেদনে বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু পেশা তুলে ধরা হলো, যেখানে তুলনামূলকভাবে দ্রুত ও সহজে চাকরি পাওয়ার সুযোগ রয়েছে।

১. আইটি ও ফ্রিল্যান্সিং খাত

বর্তমানে তথ্য প্রযুক্তি খাত দ্রুত বিস্তার লাভ করছে।

ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অ্যাপ ডেভেলপমেন্ট, ডেটা এন্ট্রি—এসব কাজে দক্ষতা থাকলে ঘরে বসেই চাকরি বা আয় করা সম্ভব।

বড় প্রতিষ্ঠানের পাশাপাশি দেশ-বিদেশের ক্লায়েন্টদের কাছ থেকেও কাজ পাওয়া যাচ্ছে সহজে।

চাকরি পেতে যা লাগবে: নির্দিষ্ট কোর্স, অনুশীলন, অনলাইন প্রোফাইল (যেমন Fiverr, Upwork)

job

২. বিপণন ও বিক্রয় পেশা (সেলস ও মার্কেটিং)

বিভিন্ন কোম্পানি, ই-কমার্স প্ল্যাটফর্ম এবং মোবাইল অপারেটর প্রতিষ্ঠান নিয়মিত বিক্রয় প্রতিনিধি ও মার্কেটিং অফিসার নিয়োগ দেয়।

অভিজ্ঞতা ছাড়াও অনেক জায়গায় সুযোগ থাকে।

নিজস্ব যোগাযোগ দক্ষতা ও আত্মবিশ্বাস থাকলে সহজেই এই পেশায় ঢোকা সম্ভব।

বেতন: লক্ষ্য নির্ভর (টার্গেট) বেতন, কমিশনসহ

আরও পড়ুন: মার্কেটিং পেশার চাহিদা বাড়ছে, তরুণদের উজ্জ্বল ক্যারিয়ারের সম্ভাবনা

৩. বিপিও/কল সেন্টার চাকরি

ব্যবসা প্রক্রিয়া আউটসোর্সিং (BPO) খাতও দ্রুত বিস্তার লাভ করছে।

ইংরেজি বা বাংলা ভাষায় কথা বলার দক্ষতা থাকলে কল সেন্টারে চাকরি পাওয়া সহজ।

শিক্ষার্থী বা পার্ট-টাইম কাজ খুঁজছেন এমনদের জন্য আদর্শ।

সম্ভাব্য প্রতিষ্ঠান: রিভ, টেলিনর হেলথ, গ্রামীণফোন কাস্টমার কেয়ার ইত্যাদি

৪. শিল্প ও কারিগরি পেশা (টেকনিক্যাল জবস)

ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, গাড়ি মেরামতের কাজ, AC/ফ্রিজ রিপেয়ারিং ইত্যাদি পেশায় কাজের চাহিদা খুব বেশি।

কম খরচে টেকনিক্যাল ট্রেনিং নিয়ে দ্রুত কর্মসংস্থান সম্ভব।

সম্ভাব্য ক্ষেত্র: দেশীয় প্রতিষ্ঠান ছাড়াও বিদেশে চাকরির সুযোগ

আরও পড়ুন: দ্রুত চাকরি পাওয়ার উপায়

৫. স্কুল/কোচিং শিক্ষকতা (প্রাইভেট চাকরি)

বিশেষ করে ইংরেজি, গণিত, বিজ্ঞান বিষয়ের কোচিং বা অনলাইন প্ল্যাটফর্মে শিক্ষক হিসেবে কাজ পাওয়া এখন অনেক সহজ হয়েছে।

শিক্ষার্থী থাকাকালীনও এই পেশায় প্রবেশ করা যায়।

৬. ডেলিভারি ও লজিস্টিক খাত

ই-কমার্সের বিকাশের ফলে কুরিয়ার, ডেলিভারি সার্ভিস, রাইড শেয়ারিং প্ল্যাটফর্মে কর্মী প্রয়োজন হচ্ছে প্রতিনিয়ত।

বাইক থাকলে খাবার/পণ্য ডেলিভারির কাজ পেতে এক সপ্তাহও লাগে না।

চাহিদাসম্পন্ন কোম্পানি: Foodi, Foodpanda, Pathao, Daraz, Paperfly ইত্যাদি

৭. গার্মেন্টস ও শিল্পকারখানায় অপারেটর পদ

বিশেষত নারীদের জন্য গার্মেন্টস খাতে অপারেটর হিসেবে সহজে চাকরি মেলে।

স্বল্প শিক্ষাগত যোগ্যতাতেই চাকরি পাওয়া যায়

প্রশিক্ষণ নেওয়া থাকলে অগ্রাধিকার

চাকরি পেতে শুধু ডিগ্রি নয়, বাস্তব দক্ষতা, যোগাযোগ ক্ষমতা এবং ইচ্ছাশক্তিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যারা সময়ের চাহিদা অনুযায়ী নিজেকে প্রস্তুত করতে পারেন, তাদের জন্য চাকরির সুযোগ আজকাল অনেক বেশি। বিশেষ করে আইটি, বিপণন, কল সেন্টার ও কারিগরি পেশায় প্রবেশ তুলনামূলকভাবে সহজ—যদি থাকে দক্ষতা ও আত্মবিশ্বাস।

এজেড