images

চাকরি

এইচএসসি পাসে পার্ট টাইম চাকরির সুযোগ

চাকরি ডেস্ক

১৩ মে ২০২৫, ১১:২৩ এএম

বেসরকারি প্রতিষ্ঠান নার্সি এন্টারপ্রাইজ তাদের বিপণন বিভাগে খণ্ডকালীন (পার্ট টাইম)  ইন্টার্ন নিয়োগ দিতে বিডি জবসে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি তিন জনকে কাজের সুযোগ দেবে। বেতন ৫০০০ টাকা। কর্মস্থল কুমিল্লা। বয়স ১৮ হলেই আবেদন করা যাবে। 

পদের নাম: খণ্ডকালীন বিপণন ইন্টার্ন

পদ সংখ্যা:  ৩টি

বেতন: ৫০০০ টাকা  

শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক, স্নাতক কিংবা স্নাতকোত্তর 

বয়সসীমা:  বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে

মূল দায়িত্বসমূহ-

বাজার জরিপ

লোন অনুমোদনে কাজ  

অর্থ সংগ্রহ 

অ্যাকাউন্ট খোলা 

এফ ডি আর/ডি পি এস খোলা 

অর্থ প্রদান

আরও পড়ুন: ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদন করুন দ্রুত

সুযোগ-সুবিধা-

পারফরমেন্স অনুযায়ী বোনাস 

মাসে টার্গেট ৫০% এর নিচে থাকলে কেবল মাসিক বেসিক বেতন দেওয়া হবে।

টার্গেট ০% হলে মাসিক কোন বেতন দেওয়া হবে না।

ভালো কাজের ওপর বেতন বাড়বে।   

কর্ম এলাকা: কুমিল্লা 

ঠিকানা: নার্সি এন্টারপ্রাইজ, শাসনগাছা, কুমিল্লা

আবেদনের শেষ সময়: ২৭ মে ২০২৫  

আবেদন যেভাবে: পার্ট টাইম এই চাকরি পেতে এই লিংকে ক্লিক করে আবেদন করুন। 

জেএস/এজেড