images

চাকরি

মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ

জাকিয়া সুলতানা

১২ মে ২০২৫, ০১:৪৯ পিএম

আপনি কি বিশ্ব পরিবর্তনের স্বপ্ন দেখেন? সৃজনশীলতা ও আধুনিক প্রযুক্তি একত্র করে বিশ্বের দরিদ্র ও সুবিধাবঞ্চিত কোটি মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখতে আগ্রহী হন? এসব প্রশ্নের উত্তর যদি হ্যা হয় তবে আপনাকেই খুঁজছে এম পাওয়ার নামের একটি কোম্পানি। যারা ডেভেলপমেন্ট ইন্টেলিজেন্স নিয়ে কাজ করছে। এমনকি প্রতিষ্ঠানটি সরকারি ও বেসরকারি খাতে সামাজিক উন্নয়নের জন্য বিজনেস ইন্টেলিজেন্স ব্যবহার করে যুগান্তকারী পরিবর্তন ঘটাচ্ছে। 

এম পাওয়ার মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার পদে আবেদন করার জন্য তরুণদের আমন্ত্রণ জানিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের গবেষণা ও উন্নয়ন বিভাগে মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে স্বাস্থ্য, কৃষি ও ই লার্নিংয়ে কাজ করার সুযোগ রয়েছে।

পদের নাম: মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার

পদের সংখ্যা:  দুইটি

চাকরির ধরন: পূর্ণকালীন 

কর্মস্থল: প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে। প্রয়োজনে মাঠ পর্যায়ে কাজ করতে যেতে হবে।

mpower_job

দায়িত্ব ও কাজের পরিধি

পাইথন প্রটোটাইপ ও প্রোডাকশন-রেডি কোড ডেভেলপমেন্ট।

লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ফাইন-টিউন ও ইনফারেন্স 

মডেল ট্রেইনি , মনিটরিং, বিশ্লেষণ ও পারফরম্যান্স উন্নয়ন।

এক্সাএ আই সম্পর্কে প্রাথমিক ধারনা 

আরও পড়ুন: অ্যাকশনএইডে চাকরি, বেতন ৫৭ হাজার

প্রয়োজনীয় দক্ষতা

Python ও সংশ্লিষ্ট ডেটা ও মেশিন লার্নিং লাইব্রেরিতে দক্ষতা।

LLMs ও RAG পাইপলাইনে মাঝারি অভিজ্ঞতা।

বড় ডেটা সেট পরিচালনা ও মেশিন লার্নিং অ্যালগরিদম প্রয়োগে দক্ষতা।

XAI (Explainable AI)-এর মৌলিক ধারণা।

বড় ডেটা সেট ভিজ্যুয়ালাইজেশন ও ম্যানিপুলেশনে দক্ষতা। 

শিক্ষাগত যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বা সমমানে স্নাতক ডিগ্রি।

অভিজ্ঞতা: মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারিংয়ে ২ বছরের অভিজ্ঞতা (একাডেমিক বা ইন্ডাস্ট্রি)।

বেতন: অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

অন্যান্য সুবিধা

প্রতিযোগিতামূলক বেতন প্যাকেজ।

কোম্পানির পক্ষ থেকে আয়কর প্রদান।

দুপুরের খাবার।

দুইটি উৎসব বোনাস।

ছুটি নগদায়ন/পরবর্তী বছরে বহন সুবিধা।

অবদানমূলক প্রভিডেন্ট ফান্ড।

গ্র্যাচুইটি।

কর্মী ও নির্ভরশীলদের জন্য স্বাস্থ্য ও জীবন বীমা। 

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদেরকে তাদের সিভি প্রস্তুত করে এই career@mpower-social.com ই-মেইলে মেইল পাঠাতে হবে।  ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই উল্লেখ করতে হবে: ‘Machine Learning Engineer’। 

আবেদনের শেষ তারিখ: ২৪ মে ২০২৫। 

উপযুক্ত প্রার্থী পাওয়া গেলে নিয়োগ প্রক্রিয়া আগেই সম্পন্ন হতে পারে, তাই দ্রুত আবেদন করার জন্য উৎসাহিত করেছে এম পাওয়ার লিমিটেড।

জেএস/এজেড