images

চাকরি

সেনাবাহিনীর অফিসার পদে নিয়োগ পরীক্ষার সময় পরিবর্তন

চাকরি ডেস্ক

২৭ এপ্রিল ২০২২, ০১:৪৬ পিএম

পরিবর্তন করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে জনবল নিয়োগের লিখিত পরীক্ষার সময়। আগামী ১৮ জুন এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি ১০ জুন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সম্প্রতি এক ক্ষুদেবার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। 

বার্তায় বলা হয়, অনিবার্য কারণবশত ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের লিখিত পরীক্ষা আগামী ১০ জুন ২০২২ তারিখের পরিবর্তে ১৮ জুন ২০২২ তারিখে অনুষ্ঠিত হবে। বিস্তারিত জানতে লগইন করুন https://joinbangladesharmy.army.mil.bd/ এই ঠিকানায়।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি ৮৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সাধারণ, ক্যাডেট কলেজ, এমসিএসকে প্রার্থী, বিএনসিসি প্রার্থী এবং সশস্ত্র বাহিনীর প্রার্থী ক্যাটাগরিতে নিয়োগ দেওয়া হবে। 

১৭ থেকে ২১ বছর বয়সী যোগ্য প্রার্থীরা আগামী ৩০ এপ্রিলের মধ্যে আবেদন করতে পারবেন। 

এনএম