images

আন্তর্জাতিক

হাইতিতে প্রবল ভূমিকম্প, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

০৭ জুন ২০২৩, ০১:৫৫ পিএম

হাইতির জেরেমি শহরে প্রবল ভূমিকম্পে কমপক্ষে তিনজন নিহত হয়েছে। এর আগে এ শহরটিতে বন্যায় কমপক্ষে ৪২ জন মারা গেছেন। ওই বন্যার কয়েক দিন পরই এ ভূমিকম্পটি সংঘটিত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ বিভাগ জানিয়েছে, ভোরে ৪.৯ মাত্রার ভূমিকম্পটি হাইতিতে আঘাত হানে।

এর আগে এ দেশটিতে প্রবল বৃষ্টির কারণে ১৩ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এরপরই ওই ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে ওঠে জেরেমি শহর।

এ বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি বলেছেন, তার সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায় বন্যা মোকাবেলায় "জরুরি ব্যবস্থা" নিচ্ছে।

জাতিসংঘের একটি সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম বলেছে, তারা বাস্তুচ্যুতদের জন্য গরম খাবার সরবরাহ শুরু করবে।

হাইতিয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, ভয়াবহ ভূমিকম্পে দেশটির তিনজন নাগরিক মারা গেছেন। তাদের বাড়ি ধসে পড়লে তারা পিষ্ট হন। এছাড়া দেশটিতে আহত হয়েছেন ১২ জনের বেশি মানুষ।

জেরেমি দেশটির দক্ষিণ-পশ্চিম গ্র্যান্ড'আনসে বিভাগের একটি উপকূলীয় শহর। দুই বছর আগে, এই অঞ্চলটি একটি ভূমিকম্পে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিল। ওই সময় ২,২০০ জন মারা যান।

সূত্র : বিবিসি

এমইউ