images

আন্তর্জাতিক

বিদেশে কিছু নেই, যাওয়ারও দরকার নেই: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক

২৭ মে ২০২৩, ১০:৩৩ এএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একই সঙ্গে বিদেশে যেতে পারবেন না ইমরান খানের স্ত্রী বুশরা বিবি, পিটিআইয়ের সাবেক ও বর্তমানসহ বেশ কয়েকজন শীর্ষ নেতা ও সাবেক আইনপ্রণেতা।

তাকে নিষেধাজ্ঞার পর সরকারকে ধন্যবাদ জানিয়েছেন ইমরান খান। এক টুইটবার্তায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, আমার নাম ইসিএল-এ (ভ্রমণ নিষেধাজ্ঞা) রাখার জন্য আমি সরকারকে ধন্যবাদ জানাতে চাই। কারণ আমার বিদেশ ভ্রমণের কোনো পরিকল্পনা নেই।

ইমরান খান বলেন, বিদেশে আমার কোনো সম্পত্তি বা ব্যবসা নেই। এমনকি দেশের বাইরে কোনো ব্যাংক অ্যাকাউন্টও নেই।

ছুটি কাটানোর জন্যও পাকিস্তানের বাইরে যাওয়ার প্রয়োজন নেই উল্লেখ করে ইমরান খান বলেন, যদি বা যখন আমি ছুটি কাটানোর সুযোগ পাই তখন আমাদের উত্তর পর্বতমালায় যাবো। পৃথিবীতে এটি আমার প্রিয় জায়গা।

বৃহস্পতিবার (২৬ মে) কেন্দ্রীয় ও রাজ্য পর্যায়ের কয়েকটি দফতরের অনুরোধে এই নিষেধাজ্ঞার তালিকা তৈরি করেছে পাকিস্তান সরকার। এর মধ্যে পুলিশ ছাড়াও কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফআইএ ও ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) রয়েছে। পুলিশ, কেন্দ্রীয় সন্ত্রাসবাদবিরোধী দফতর, প্রাদেশিক দুর্নীতিবিরোধী দফতর, এনএবি এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এই তালিকার জন্য নাম পাঠানো হয়েছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ সহকারী আতাউল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, ইমরান খান ও বুশরা ছাড়া পিটিআই নেতাদের মধ্যে এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন আসাদ উমার, মালিকা বোখারি, কাসিম সুরি, আসাদ কায়সার, মুরাদ সাঈদ, হাম্মাদ আজহার, ইয়াসমিন রশিদ ও আসলাম ইকবাল।

তিনি আরও বলেন, পিটিআই নেতাদের তালিকা দেশ থেকে বাইরে যাওয়ার সব পয়েন্ট ও বিমানবন্দরে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশনায় বলা হয়েছে, তালিকায় নাম থাকা ব্যক্তিরা কোনোভাবেই পাকিস্তান ত্যাগের অনুমতি পাবেন না।

একে