images

আন্তর্জাতিক

রুয়ান্ডা গণহত্যার সন্দেহভাজন আসামি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

২৫ মে ২০২৩, ০৮:৫৭ পিএম

রুয়ান্ডা গণহত্যার সন্দেহভাজন আসামি ফুলজেন্স কাইশেমাকে দক্ষিণ আফ্রিকায় গ্রেফতার করা হয়েছে। রুয়ান্ডায় সংঘটিত যুদ্ধাপরাধের জন্য জাতিসংঘের গঠিত ট্রাইব্যুনাল এ তথ্য দিয়েছে।

২০০১ সাল থেকে পলাতক অবস্থায় আছেন ফুলজেন্স কাইশেমা। বুধবার তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইআরএমসিটি) বলেছে, ‘কাইশেমা ১৯৯৪ সালের রুয়ান্ডা গণহত্যার সময় নায়াঞ্জে ক্যাথলিক চার্চে প্রায় দুই হাজার তুতসিকে হত্যার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী (প্রসিকিউটর) সার্জ ব্রামার্টজ বলেছেন, “ফুলজেন্স কাইশেমা ২০ বছরেরও বেশি সময় ধরে পলাতক ছিলেন। তার গ্রেফতারের বিষয়টি এটা নিশ্চিত করে যে তিনি অবশেষে তার কথিত অপরাধের জন্য ন্যায়বিচারের মুখোমুখি হবেন।

রাজনৈতিক বিশ্লেষক গেটেতে রুহুমুলিজা বলেছেন, ‘গণহত্যা সংঘটিত করার ক্ষেত্রে কাইশেমা একজন "গুরুত্বপূর্ণ" ব্যক্তিত্ব ছিলেন।

তিনি আরও বলেন, “তিনি প্রথমবারের মতো তার দেশের (ধর্মীয়) নিষেধাজ্ঞা ভেঙে দিয়েছেন। তিনি একটি গির্জায় আশ্রয় নেওয়া লোকদের হত্যা করেছিলেন। 

সূত্র : আল-জাজিরা

এমইউ