images

আন্তর্জাতিক

সৌদিতে নতুন রাষ্ট্রদূতের নাম ঘোষণা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

২৩ মে ২০২৩, ০২:২৮ পিএম

দীর্ঘ সাত বছর বিরতির পর অবশেষে সম্পর্ক স্বাভাবিক করছে সৌদি আরব ও ইরান। চীনের মধ্যস্থতায় হওয়া চুক্তি অনুযায়ী দুই দেশ এরই মধ্যে একাধিক বৈঠক করেছে। এবার সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূতের নাম ঘোষণা করল ইরান।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আনাদুলু এজেন্সি জানিয়েছে, দুই মাস আগে দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরায় শুরু করার পর ইরান আলিরেজা এনায়াতিকে সৌদি আরবে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে।

ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, এনায়াতি পররাষ্ট্রমন্ত্রীর একজন সহকারী এবং মন্ত্রণালয়ে আরব উপসাগরীয় বিষয়ক মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

গত ১০ মার্চ রিয়াদ এবং তেহরান চীনের মধ্যস্থতায় দ্বিপাক্ষিক আলোচনার পরে তাদের কূটনৈতিক সম্পর্ক এবং দূতাবাস পুনরায় চালু করার ঘোষণা দেয়।

গত মাসে দেশগুলো সাত বছরের বিরতির পরে তাদের দূতাবাস এবং কনস্যুলেটগুলো পুনরায় খোলার বিষয়ে আলোচনা এবং ব্যবস্থা করার জন্য সরকারি সফর করে।

সৌদি শিয়া ধর্মগুরু শেখ নিমর বাকির আল-নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করার পর তেহরানে সৌদি দূতাবাসে হামলা চালায় ইরানিরা। এরপর ২০১৬ সালের জানুয়ারিতে সম্পর্ক ছিন্ন করে ইরান ও সৌদি আরব।

একে