images

আন্তর্জাতিক

সৌদিসহ যেসব দেশে পালিত হচ্ছে ঈদ

আন্তর্জাতিক ডেস্ক

২১ এপ্রিল ২০২৩, ১০:৩০ এএম

সব জল্পনা-কল্পনার অবসানের পর বৃহস্পতিবার সৌদি আরবের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে মধ্যপ্রাচ্যের দেশটি ছাড়াও পার্শ্ববর্তী ১৫টি দেশে আজ শুক্রবার পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।

গত ২৩ মার্চ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান শুরু হয়। ক’দিন আগে আমিরাতে জ্যোতির্বিজ্ঞানীরা জানিয়েছিলেন যে, এবারের পবিত্র রমজান ২৯ দিনে শেষ হতে পারে এবং শুক্রবার (২১ এপ্রিল) হবে শাওয়াল মাসের প্রথম দিন। এ দিনই পালিত হবে ঈদুল ফিতর।

Saudiতবে পরে নতুন পূর্বাভাসে তারা এই তথ্য পরিবর্তন করে জানায়- শুক্রবার নয়, শনিবার ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সবশেষ বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ উঁকি দেওয়ার পর অবসান ঘটে সব জল্পনা-কল্পনার।

শুক্রবার সৌদি আরব ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন, ইরাক, জর্ডান, মিশর, আলজেরিয়া, সিরিয়া, তিউনিশিয়া ও সুদান পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে।

Saudiতবে ওমান আগামীকাল শনিবার ঈদ উদযাপনের সিদ্ধান্ত জানিয়েছে। এছাড়াও ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ব্রুনেই, জাপান, থাইল্যান্ড, ফিলিপিন্সেও শনিবার ঈদ উদযাপনের ঘোষণা এসেছে।

তথ্যসূত্র: খালিজ টাইমস্‌।

/আইএইচ