images

আন্তর্জাতিক

এখনই মেয়েকে নেতা হওয়ার শিক্ষা দিচ্ছেন কিম!

আন্তর্জাতিক ডেস্ক

১৬ এপ্রিল ২০২৩, ১১:৫৩ এএম

যে বয়সে সন্তানদের স্কুলে পাঠিয়ে মা-বাবারা নিশ্চিন্ত থাকেন, সেই বয়সে রাষ্ট্রের উচ্চপর্যায়ের কাজকর্ম দেখতে ব্যস্ত উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মেয়ে কিম জু আয়ে। এরই মধ্যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, সামরিক কুচকাওয়াজসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে বাবার পাশে দেখা গেছে তাকে। মনে করা হচ্ছে যে, এখনই মেয়েকে নেতা হওয়ার শিক্ষা দিচ্ছেন কিম জং উন।

kim jong un's daughter

একাধিকবার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় কিমের পাশে দেখা গেছে জু আয়েকে। সূত্রের বরাত দিয়ে সিএনএনের খবরে বলা হয়েছে, মেয়েটির বয়স সম্ভবত নয় কি দশ।

kim jong un's daughter

তবে উত্তর কোরিয়ার সরকারি তথ্য অনুযায়ী এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায় না। সরকারি সংবাদমাধ্যম এখনই তাকে ‘রেসপেক্টেড ডটার’ বলে সম্বোধন করছে।

kim jong un's daughter

শুক্রবার সে দেশের সংবাদমাধ্যমে একটি ছবি প্রকাশিত হয়েছে। তাতে দেখা যাচ্ছে কালো পোশাক, লম্বা কোঁচকানো চুলের এক নাবালিকা কিমের পাশে। যাকে আগেও দেখা গিয়েছিল। উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমের দাবি, শুক্রবার ব্যালেস্টিক মিসাইল উৎক্ষেপণের সময় কিমের হাতে ছিল সিগারেট এবং পাশে দাঁড়িয়েছিল মেয়ে।

kim jong un's daughter

এই প্রথম নয় এর আগে একাধিক সরকারি কাজে উত্তর কোরিয়ার শাসকের পাশে দেখা গেছে ছোট্ট জু আয়েকে। সেনাবাহিনীর শীর্ষকর্তাদের সঙ্গে নৈশভোজ হোক কিংবা কুচকাওয়াজ, দেশের প্রতিরক্ষায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কিংবা পরমাণু যুদ্ধ নিয়ে উচ্চস্তরের বৈঠক, সবখানেই দেখা যাচ্ছে কিমের মেয়েকে।

kim jong un's daughter

বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়ায় এ ঘটনা বিরলের মধ্যে বিরলতম। সাধারণত শাসকদের সন্তানরা প্রাপ্তবয়স্ক না হলে প্রকাশ্যে আসে না। তাদের সম্পর্কে কোনও তথ্যও পাওয়া যায় না। ব্যতিক্রম কেবল জু আয়ে।

kim jong un's daughter

যদিও কিমের অন্যান্য সন্তান সম্পর্কে কিছুই জানা যায় না। এ নিয়েই জল্পনা উঠেছে যে,  মেয়ে জু আয়েকে পরবর্তী শাসক হিসেবে তৈরি করছেন বাবা কিম।

kim jong un's daughter

একে