images

আন্তর্জাতিক

দিল্লিতে আততায়ীর গুলিতে বিজেপি নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

১৫ এপ্রিল ২০২৩, ০৩:২৩ পিএম

ভারতের দিল্লিতে বিজেপির প্রভাবশালী নেতা সুরেন্দ্র মাতিয়ালাকে তার পার্টি অফিসে ঢুকে হত্যা করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দুই অজ্ঞাতপরিচয় লোক তাকে গুলি করে হত্যা করে। দেশটির পুলিশ এসব তথ্য জানিয়েছে।

ভারতীয় পুলিশ বিভাগের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, ‘সুরেন্দ্র মাতিয়ালা ও তার ভাগ্নে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টিভি দেখছিলেন। এ সময় মুখ ঢেকে দু'জন লোক তার দ্বারকা এলাকার অফিসে প্রবেশ করেন এবং তাকে মারধর করেন। এরপর মাতিয়ালাকে কাছ থেকে চার থেকে পাঁচবার গুলি করা হয়।’

‘আততায়ীদের পুলিশ এখনও শনাক্ত করতে পারেনি। হত্যাকাণ্ডের পর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে।’

ভারতীয় পুলিশ আরও জানিয়েছে, ‘মোট তিনজন লোক এ হত্যাকাণ্ডে জড়িত ছিল। তাদের মধ্যে মতিয়ালাকে হত্যা করার জন্য দু‘জন অফিসে প্রবেশ করেন আর একজন মোটরসাইকেল নিয়ে ভবনের বাইরে অপেক্ষা করছিলেন। হত্যাকাণ্ডের পর তিনজনই একই মোটরসাইকেলে করে এলাকা ছেড়ে পালিয়ে যান।’

এদিকে মাতিয়ালার ছেলে বলেছেন যে তার বাবার সঙ্গে কারো কোন শত্রুতা নেই। তিনি আশা প্রকাশ করেন যে পুলিশ খুব শীঘ্রই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করবে।

কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হলো তার তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, কয়েকজনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ ছিল ওই বিজেপি নেতার। এ কারণেই তাকে হত্যা করা হয়েছে।

সূত্র : এনডিটিভি

এমইউ