images

আন্তর্জাতিক

নতুন রুশ পররাষ্ট্রনীতি ঘোষণা করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

০২ এপ্রিল ২০২৩, ০৩:০৬ এএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা হাইব্রিড যুদ্ধ মোকাবেলার জন্য তার দেশের নতুন পররাষ্ট্রনীতি অনুমোদন করেছেন। রুশ গণমাধ্যমে জানিয়েছে, ইউক্রেন সংঘাতের মধ্যে পশ্চিমা শক্তিগুলো রাশিয়াকে খাটো করার যে প্রচেষ্টা চালাচ্ছে সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে পুতিন নতুন এই পররাষ্ট্রনীতি অনুমোদন করেন। 

এ বিষয়ে রুশ প্রেসিডেন্ট বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে বড় রকমের পরিবর্তনের ফলে রাশিয়ার পররাষ্ট্রনীতিতে মৌলিক পরিবর্তন আনা হচ্ছে। 

নতুন পররাষ্ট্রনীতি সম্পর্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, সম্প্রতি রাশিয়ান দৃষ্টিভঙ্গি হচ্ছে, পশ্চিমা শক্তিকে রাশিয়া তাদের জন্য বাস্তব হুমকি মনে করে।

এর আগে রাশিয়া ২০১৬ সালে পররাষ্ট্র নীতি ঘোষণা করেছিল। সে সময় উগ্রবাদবিরোধী লড়াই, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, বৈশ্বিক অঙ্গনে রাশিয়ার উপস্থিতি এবং রুশ জাতির সার্বভৌমত্ব রক্ষা করা ছিল রাশিয়ান পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য।

সূত্র : আনাদোলু এজেন্সি

এমইউ