images

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল প্রমোদতরীর এক সপ্তাহের ভাড়া কত?

আন্তর্জাতিক ডেস্ক

২২ মার্চ ২০২৩, ১১:১৫ এএম

ফ্লাইং ফক্স বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে ব্যয়বহুল চার্টার বোট (প্রমোদতরী)। সপ্তাহ চুক্তিতে এটি ভাড়া নেওয়া যায়। এক্ষেত্রে এক সপ্তাহের জন্য দিতে হবে ৪ মিলিয়ন ডলার (৪০ কোটি টাকা প্রায়)।

flying fox yacht

১৩৬ মিটার দীর্ঘ ফ্লাইং ফক্সের বিষয়ে জানিয়েছে ইম্পেরিয়াল নামের একটি কোম্পানি। এই কোম্পানি সাধারণ সুপার ইয়ট পরিচালনার জন্য পরিচিত।

flying fox yacht

ইম্পেরিয়াল জানিয়েছে, ডোভ গ্রে হুল, ২২.৫ মিটার প্রশস্ত রশ্মি, এবং বাঁকা ও অসাধারণ বাহ্যিক নকশা রয়েছে ফ্লাইং ফক্সের। এটি অবিশ্বাস্যভাবে আরামদায়ক থাকার জায়গা অফার করে, যা অত্যন্ত স্বতন্ত্র।

flying fox yacht

ফ্লাইং ফক্সের ‌১১টি বিলাসবহুল রুমে ২৫ জন পর্যন্ত ঘুমাতে পারে। প্রত্যেক রুমের সঙ্গেই সমুদ্রের দৃশ্যসহ নিজস্ব টেরেস রয়েছে। বোর্ডে একটি সিনেমা এবং ৫৫ জন কর্মীও রয়েছে।

flying fox yacht

ফ্লাইং ফক্স ইয়ট নির্মাণ করে জার্মানির লরসেন ইয়টস। ২০১৯ সালে এটি সম্পূর্ণ তৈরি ও ডেলিভারি দেওয়া হয়।

flying fox yacht

একে