images

আন্তর্জাতিক

ইসরায়েলে ফিলিস্তিনিদের রকেট হামলার অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মার্চ ২০২৩, ০৮:৫৮ পিএম

ইসরায়েলে রকেট হামলা করেছে ফিলিস্তিনিরা। ইসরায়েলি সেনাবাহিনী বলছে যে তাদের দেশের দক্ষিণাঞ্চলে ওই রকেট হামলা হয়েছে। তাদের দাবি, গাজা থেকে ওই আক্রমণ করা হয়।।

শনিবার ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে যে ফিলিস্তিনিদের ছোড়া রকেটটি একটি খোলা জায়গায় অবতরণ করেছে। এতে কারো কোনো ক্ষতি হয়নি এবং কেউ আহত হয়নি।

আইডিএফ জানিয়েছে, গাজা সীমান্তের কাছে ইসরায়েলের নাহাল ওজ শহরেও সাইরেন শোনা গেছে। কারণ ওই অঞ্চলেই রকেট হামলা করেছে ফিলিস্তিনিরা।

বৃহস্পতিবার অধিকৃত পশ্চিম তীরের উত্তর জেনিন শহরে ইসরায়েলি বাহিনী চার ফিলিস্তিনিকে হত্যা করার পর এ হামলার ঘটনা সংঘটিত হয়।

ফিলিস্তিনি শহরে বারবার ইসরায়েলি সামরিক অভিযানের মধ্যে সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিম তীরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। বর্তমানে সেখানে ইসরায়েল-ফিলিস্তিনি দ্বন্দ্ব মারাত্মক আকার নিয়েছে।

সূত্র : দ্যা টাইমস অব ইসরায়েল, আনাদোলু এজেন্সি

এমইউ