images

আন্তর্জাতিক

ফ্রান্সে পেনশন সংস্কারের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ, আটক ৭১

আন্তর্জাতিক ডেস্ক

১৯ মার্চ ২০২৩, ০৪:১৫ পিএম

ফ্রান্সের রাজধানী প্যারিসে সরকারের পেনশন সংস্কারের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। এ সময় ৭১ জনকে আটক করে পুলিশ। বিক্ষোভ চলার সময় আন্দোলনকারীরা বিভিন্ন স্থানে অগ্নিসংযোগও করেছে। ওই সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়।

সংসদের অনুমোদন ছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কর্তৃক চাপিয়ে দেওয়া পেনশন সংস্কারের প্রতিবাদে হাজার হাজার মানুষ শনিবার দেশটির রাজধানীর রাস্তায় নেমেছে। নতুন আইনটি ২০৩০ সালের মধ্যে অবসরের বয়স ৬২ থেকে ৬৪তে উন্নীত করবে।

পার্লামেন্টের কাছে প্লেস দে লা কনকর্ড স্কোয়ারে এবং বিখ্যাত চ্যাম্পস এলিসিস এভিনিউয়ের চারপাশে বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞার কারণে আন্দোলনকারীরা প্যারিসের দক্ষিণের রাস্তায় নেমেছিল।

এ সময় বিক্ষোভকারীরা আবর্জনার পাত্র, সাইকেল ও স্কুটারে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশ বিরোধী স্লোগান দেয়।

তখন পুলিশ কাঁদানে গ্যাস আর জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। ফলে অনেক মানুষ আহত হয়।

বৃহস্পতিবার থেকে ফ্রান্সজুড়ে হাজার হাজার বিক্ষোভকারী ওই পেনশন সংস্কারের বিরুদ্ধে তীব্র আন্দোলন করছে।

সূত্র : আনাদোলু এজেন্সি

এমইউ