আন্তর্জাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৩, ১১:৫০ এএম
নতুন জাতীয় বিমান সংস্থা তৈরির ঘোষণা দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। রোববার এই ঘোষণায় তিনি জানান, রিয়াদ এয়ারের সদর দফতর হবে সৌদির রাজধানীতে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ বলেছে যে, রিয়াদ এয়ার হবে সম্পূর্ণভাবে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) এর মালিকানাধীন। কোম্পানির পরিচালনা পর্ষদের সভাপতিত্ব করবেন পিআইএফের গভর্নর ইয়াসির বিন ওসমান আল-রুমাইয়ান।
নতুন এই সংস্থা সৌদি আরবের সঙ্গে এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের মধ্যে কৌশলগত ভৌগলিক অবস্থানের সুবিধা দেবে। এটি রিয়াদকে পরিবহন, বাণিজ্য এবং পর্যটনের জন্য বিশ্বব্যাপী গন্তব্যে পরিণত করবে।
সংস্থাটি ৭৫ বিলিয়ন রিয়াল (২০ বিলিয়ন ডলার) পর্যন্ত রাজ্যের অ-তেল মোট দেশীয় পণ্যের বৃদ্ধিতে অবদান রাখবে। এছাড়া নতুন এই বিমান সংস্থা দুই লাখের বেশি কাজের সুযোগ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।
২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে শতাধিক গন্তব্যে পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়েছে রিয়াদ এয়ার। সৌদিয়া এয়ারলাইন্সের পাশাপাশি রিয়াদ এয়ার হবে সৌদি আরবের দ্বিতীয় জাতীয় বিমান সংস্থা।
নতুন করে আরেকটি জাতীয় এয়ারলাইন চালু করায়, আঞ্চলিক বিমান সংস্থাগুলো যাত্রী সংকটে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আঞ্চলিক জায়ান্ট এমিরেটস, কাতার এয়ারওয়েজ এবং তুর্কি এয়ারলাইন্স করোনা মহামারির পর তাদের ক্ষয়ক্ষতি লাঘবের চেষ্টা করছে।
'রিয়াদ এয়ার' পুরোপুরিভাবে সৌদি আরবের নিজস্ব তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) মাধ্যমে পরিচালিত হবে। পিআইএফের অধীন ৬০ হাজার কোটি ডলার মূল্যের সম্পদ আছে। শুধু তেল বিক্রির ওপর নির্ভর না করে সৌদি আরবের অর্থনীতিকে বৈচিত্র্যপূর্ণ করে তুলতে এ তহবিল ব্যবহার করা হয়।
একে