images

আন্তর্জাতিক

রাশিয়াকে অস্ত্র দেওয়ার কথা ভাবছে চীন: সিআইএ

আন্তর্জাতিক ডেস্ক

২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২২ পিএম

যুক্তরাষ্ট্র এ ব্যাপারে আত্মবিশ্বাসী যে রাশিয়াকে চীন তাদের অস্ত্র দেওয়ার কথা ভাবছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর প্রধান এমন তথ্য জানিয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র জানিয়েছে, যদি রাশিয়াকে চীন তাদের অস্ত্র দেয় তবে পরিণতি ভয়াবহ হবে।

সিআইএ পরিচালক উইলিয়াম বার্নসের মতে, ‘মার্কিন যুক্তরাষ্ট্র আত্মবিশ্বাসী যে ইউক্রেন আক্রমণকারী রাশিয়ান বাহিনীকে সমর্থন করার জন্য চীন তাদের প্রাণঘাতী সামরিক সরঞ্জাম সরবরাহ করার কথা বিবেচনা করছে।’

সিবিএস নেটওয়ার্কের ফেস দ্য নেশন প্রোগ্রামে রোববার প্রচারিত এক সাক্ষাত্কারে মার্কিন গোয়েন্দা প্রধান বলেছেন, চীনের এই ধরনের পদক্ষেপ খুবই ঝুঁকিপূর্ণ এবং বুদ্ধিহীন কর্মকাণ্ড বলে বিবেচিত হবে।

বার্নস বলেন, আমি আশা করি যে চীন এমনটা করবে না।

এদিকে হোয়াইট হাউসের (যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দফতর) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, ‘গোপন বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে কথা হয়েছে। এ সময় মার্কিন কর্তৃপক্ষ বলেছে, যদি রাশিয়াকে চীন তাদের প্রাণঘাতী অস্ত্র দেয় তবে পরিণতি ভয়াবহ হবে।’

সিএনএন-এর স্টেট অফ দ্য ইউনিয়ন প্রোগ্রামে দেওয়া এক সাক্ষাত্কারে সুলিভান বলেছেন, ‘চীন এখন কী করবে সেটা তাদের নিজস্ব বিষয়। তবে চীনারা যদি রাশিয়ানদের অস্ত্র দেয় তবে তাদের ব্যাপক মূল্য দিতে হবে।’

সূত্র : আল-জাজিরা

এমইউ