আন্তর্জাতিক ডেস্ক
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:১২ পিএম
তুরস্কের রাজধানী আঙ্কারার একটি হাসপাতালে ভূমিকম্পে বেঁচে যাওয়া ব্যক্তিদের চিকিৎসা করা হচ্ছে। তাদের দেখতে ওই হাসপাতাল পরিদর্শন করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও তার স্ত্রী ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। ওই সময় এরদোয়ানের স্ত্রী আশা প্রকাশ করেন যে ভূমিকম্পের পর দেশটিতে বিদ্যমান সমস্যা দ্রুতই সমাধান হবে।
এ বিষয়ে টুইটারে তুরস্কের যোগাযোগ অধিদফতর জানিয়েছে, ‘বুধবার তুরস্কের প্রেসিডেন্ট ও দেশটির ফার্স্ট লেডি (এরদোয়ানের স্ত্রী) এটলিক সিটি হাসপাতাল পরিদর্শন করেছেন। ৬ ফেব্রুয়ারির ভয়াবহ ভূমিকম্পে বেঁচে যাওয়া ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতেই তারা সেখানে যান। ওই হাসপাতালটি দেশটির রাজধানী আঙ্কারায় অবস্থিত। এখানে ভূমিকম্পে আহত অসংখ্য ব্যক্তির চিকিৎসা করা হচ্ছে।’
হাসপাতাল পরিদর্শনের ছবিগুলো টুইটারে শেয়ার করে দেশটির ফার্স্ট লেডি এমিন এরদোয়ান বলেন, ‘আমাদের একমাত্র সান্ত্বনা হচ্ছে আমাদের বাচ্চাদের সুস্থ অবস্থায় দেখতে পাওয়া। বর্তমানে এ বাচ্চাদের স্বাস্থ্য ভালো আছে। তাদের আঙ্কারা ইউনিভার্সিটি সেবেসি হাসপাতাল এবং এটলিক সিটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের এ চিকিৎসা অব্যাহত থাকবে।’
এরদোয়ানের স্ত্রী আরও বলেন, ‘আমি আন্তরিকভাবে বিশ্বাস করি যে ঐক্যের শক্তিতে আমরা একসাথে বর্তমান অসুবিধাগুলো কাটিয়ে উঠব।’
উল্লেখ্য, ৬ ফেব্রুয়ারি দক্ষিণ তুরস্কে দু‘টি শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৪২ হাজার ৩১০ জন নিহত হয়েছে। এছাড়া আরও কয়েক হাজার মানুষ আহত হয়েছে।
তুরস্কের কাহরামানমারাস প্রদেশকে কেন্দ্র করে সংঘটিত ৭.৭ ও ৭.৬ মাত্রার ভয়াবহ জোড়া ভূমিকম্পে দেশটির আরও ১০ প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় তুরস্কের দক্ষিণাঞ্চলের প্রদেশ হাতায়, গাজিয়ানটেপ, আদিয়ামান, মালত্য, আদানা, দিয়ারবাকির, কিলিস, ওসমানিয়ে, সানলিউরফা এবং এলাজিগ বিধ্বস্ত হয়। এ মারাত্মক ভূমিকম্পে এক কোটি ৩০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ভূমিকম্পের পর তুরস্কের সঙ্গে সংহতি প্রকাশ করে বিশ্বজুড়ে সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। এ সময় অনেক দেশ উদ্ধারকারী দল এবং সহায়তা পাঠিয়েছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
এমইউ