images

আন্তর্জাতিক

ফের শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বিধ্বস্ত তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

২১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৭ এএম

স্মরণকালের ভয়াবহতম ভূমিকম্পে যখন দেশের একটি বড় অংশ বিধ্বস্ত তখন আবার কেঁপে উঠল তুরস্ক। রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে দেশটিতে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ৮টা ৪ মিনিটে দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়।

তুরস্ক ছাড়াও সোমবার রাতের ভূমিকম্প সিরিয়া, মিসর, জর্ডান ও লেবাননে অনুভূত হয়েছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, সোমবার রাতের এই ভূমিকম্পে মানুষের মধ্যে ব্যাপকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এর আগে গত ৬ ফেব্রুয়ারি ভোরে তুরস্ক ও সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এতে শুধু তুরস্কেই ৪১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ‍মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়েছে, ভূমিকম্পে দুই দেশে আড়াই কোটির বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। 

জেবি