আন্তর্জাতিক ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৩৯ এএম
যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে ২২০টি বিমান কিনতে চলেছে এয়ার ইন্ডিয়া। এই সিদ্ধান্ত চূড়ান্ত হতেই এই চুক্তির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি ঐতিহাসিক বলেও ব্যাখ্যা করেছেন তিনি। এছাড়া ফ্রান্সের এয়ারবাস থেকে আরও ২৫০টি বিমান কিনবে ভারতীয় সংস্থাটি।
ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়া ৩৪০০ কোটি মার্কিন ডলারে ২২০টি বোয়িং বিমান কিনবে। বোয়িংয়ের থেকে ১৯০টি ৭২৭ ম্যাক্স, ২০টি ৭৮৭ এবং ১০টি ৭৭৭এক্সএস মডেলের বিমান কিনবে বলে চুক্তি করেছে সংস্থাটি। এর সঙ্গে তাদের কাছে আরও ৫০টি ৭২৭ ম্যাক্স এবং ২০টি ৭৮৭ মডেলের বিমান কেনার রাস্তাও খোলা রয়েছে।
হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রের মুদ্রার নিরিখে এই চুক্তিটি বোয়িংয়ের তৃতীয় বৃহত্তম। অন্যদিকে সংখ্যার নিরিখে এটি দ্বিতীয় সর্বোচ্চ।
মঙ্গলবার একটি বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘চুক্তিটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের ৪৪টি প্রদেশে ১০ লাখের বেশি কর্মসংস্থানে সহায়তা হবে।’
এছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও এই চুক্তিটিকে তার দেশের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত বলে বর্ণনা করেছেন। ভারতের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক অব্যাহত রাখার ওপরও জোর দেন সুনাক।
এর আগে ফ্রান্সের থেকে ২৫০টি এয়ারবাস কেনারও চুক্তি করেছে ভারত। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরোঁর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়াল বৈঠকের পর চুক্তি সম্পন্ন হয়।
এয়ার ইন্ডিয়া ও টাটা সন্সের চেয়ারম্যান নটরাজন চন্দ্রশেখরণ এই তথ্য জানান। একে ‘ভারত-ফ্রান্স মৈত্রীর নয়া প্রতীক’ আখ্যা দেন মোদি।
এয়ার ইন্ডিয়ার মতে, নতুন বিমানগুলো ২০২৩ সালের শেষ দিকে তাদের হাতে আসতে শুরু করবে। যদিও বেশিরভাগ নতুন বিমান ২০২৫ সালের মাঝামাঝি সময়ে এয়ার ইন্ডিয়ার বহরে যোগ দেবে।
এন চন্দ্রশেখর বলেছেন যে, এই নতুন বিমানগুলি এয়ারলাইন্সের বহরের আধুনিকীকরণ করবে এবং এর বিশ্বব্যাপী নেটওয়ার্ককে ব্যাপকভাবে প্রসারিত করবে।
একে