আন্তর্জাতিক ডেস্ক
১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২২ পিএম
ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক-সিরিয়া। এবার ৪.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান। সম্প্রতি কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়াও।
স্থানীয় সময় সোমবার ভোর ৬টা ৪৭ মিনিটে রিখটার স্কেলে ৪.৩ মাত্রায় ভূমিকম্প হয় আফগানিস্তানে। তবে এতে হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। খবর হিন্দুস্তান টাইমসের
ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্য অনুযায়ী, আফগানিস্তানের ফায়জাবাদের ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৩। এই সময় ফায়জাবাদ ছাড়াও দেশটির দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূকম্পন অনুভূত হয়।
এনসিএস টুইট করে আরও জানায়, ৩৬ সেকেন্ড ধরে চলা এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ফায়জাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, মাটি থেকে ১৩৫ কিলোমিটার গভীরে।
গত সোমবার (৬ ফেব্রুয়ারি) ৭.৮ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত নগরীতে পরিণত হয়েছে তুরস্ক ও সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল। এতে এখন পর্যন্ত ৩৪ হাজার মাুনষের মৃত্যু হয়েছে। লাখো মানুষ আহত হয়েছেন। এখনও ধ্বংসস্তূপে আটকা পড়েছেন হাজার হাজার মানুষ।
একে