images

আন্তর্জাতিক

ভারতে ১৪ ফেব্রুয়ারি ‘গরু আলিঙ্গন দিবস’ ঘোষণা, পরে প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক

১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৪ এএম

ভারতে ১৪ ফেব্রুয়ারি ‘কাউ হাগ ডে’ হিসেবে পালনের আহ্বান জানিয়েছিল দেশটির ‘পশু কল্যাণ বোর্ড’। এরপর ব্যাপক সমালোচনার পর এই আহ্বান প্রত্যাহার করেছে তারা।

এক বিজ্ঞপ্তিতে পশু বোর্ড জানায়, 'মৎস্য, পশুপালন ও দুগ্ধশিল্প মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ১৪ ফেব্রুয়ারি ‘গরু আলিঙ্গন দিবস’ পালনের জন্য জারি করা ঘোষণাটি প্রত্যাহার করা হলো।' খবর এনডিটিভির

এর আগে ভ্যালেন্টাইস ডের দিনটিকে ‘কাউ হাগ ডে’ হিসেবে পালনের জন্য গরু-প্রেমীদের উদ্দেশে আর্জি জানিয়েছিল পশু বোর্ড।

জানা গেছে, পশু সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ প্রাণী কল্যাণ পর্ষদ। বর্তমানে এই পর্ষদের নেতৃত্বে রয়েছেন বিজেপি নেতা পারশোত্তম রূপালা। শুক্রবার প্রাণী কল্যাণ পর্ষদের সচিব এস কে দত্ত এক বিবৃতি দিয়ে বলেন, 'মৎস্য, পশু মন্ত্রণালয়ের নির্দেশেই ১৪ ফেব্রুয়ারি গরু আলিঙ্গন দিবস হিসেবে উদযাপন না করার নির্দেশিকা জারি করা হলো।' 

যদিও কেন এই সিদ্ধান্ত বদল তা প্রাণী কল্যাণ পর্ষদের তরফে স্পষ্ট করা হয়নি। তবে দেশজুড়ে তীব্র সমালোচনার জেরেই এই সিদ্ধান্ত বদল করা হয়েছে বলে মনে করা হচ্ছে।

গত বুধবার ১৪ ফেব্রুয়ারি গরু আলিঙ্গন দিবস হিসেবে পালন করার নির্দেশিকা জারি করে ভারতের প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এর কারণ হিসেবে জানানো হয়, গরুকে জড়িয়ে ধরলে মানসিক সমৃদ্ধি হবে এবং মন খুশি থাকবে। এছাড়া পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে বৈদিক রীতি-নীতি প্রায় বিলুপ্তির পথে। ভারতীয় সংস্কৃতির অন্যতম মেরুদণ্ড হচ্ছে গরু। তাই পাশ্চাত্য ভাবধারা থেকে দেশবাসীকে সরিয়ে আনতেই ভ্যালেন্টাইন ডেতে গরু আলিঙ্গন দিবস পালন করার কথা জানানো হয়।

একে