images

আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের বহর দেখল বিশ্ব

আন্তর্জাতিক ডেস্ক

০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৩০ পিএম

শুধু মুখের বুলি নয়, এবার আসল রূপ দেখালেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। পারমাণবিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত এক অন্যরকম উত্তর কোরিয়াকে দেখল বিশ্ব। রাতে অনুষ্ঠিত হওয়া একটি কুচকাওয়াজে রেকর্ড সংখ্যক এমন অস্ত্রের প্রদর্শন করেছে দেশটি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ বৃহস্পতিবার জানিয়েছে, উত্তর কোরিয়া আগের চেয়ে বেশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) প্রদর্শন করেছে।

north korea

উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি অনেকটাই বাড়িয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব ও নিষেধাজ্ঞা সত্ত্বেও গত বছর কয়েক ডজন উন্নত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে দেশটি।

সিউলের ইওয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লিফ-এরিক ইজলি বলেন, 'এবার কিম জং উন উত্তর কোরিয়ার বিস্তৃত কৌশলগত এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বাহিনীকে নিজেদের পক্ষে কথা বলতে দিয়েছেন। ক্ষেপণাস্ত্রের সক্ষমতা প্রদর্শন করে তারা আন্তর্জাতিকভাবে বার্তা পাঠাতে চায়।'

kim

বুধবার রাতে হওয়া কুচকাওয়াজের ছবি প্রকাশ করেছে কেসিএনএ। সেখানে অন্তত ১১টি বৃহত্তম আসিবিএম এবং হাওয়াসং-১৭ মডেলের ক্ষেপণাস্ত্র প্রদর্শিত হয়েছে। এসব পারমাণবিক ওয়ারহেড দিয়ে বিশ্বের যেকোনও প্রান্তে আঘাত করা সম্ভব।

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস এর অঙ্কিত পান্ডা টুইটারে বলেছেন, বর্তমান মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাকে ছাপিয়ে যাওয়ার জন্য এগারোটি ক্ষেপণাস্ত্র যথেষ্ট হতে পারে।

north korea icbm

তিনি বলেন, 'উত্তর কোরিয়ার কুচকাওয়াজে আমরা এর আগে যা দেখেছি তার থেকে এই সংখ্যা আরও অনেক বেশি।'

কেসিএনএ জানিয়েছে, উত্তর কোরিয়া সেনাবাহিনীর প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী উপলক্ষে পিয়ংইয়ংয়ে এই কুচকাওয়াজের আয়োজন করে।কিম জং উন তার মেয়ের সঙ্গে এতে উপস্থিত ছিলেন। কিমের মেয়েকে ভবিষ্যতের নেতা হিসেবে দেখা হচ্ছে।

north korea icbm

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় উত্তর কোরিয়ার এই কুচকাওয়াজের সমালোচনা করেছে।

সূত্র: রয়টার্স

একে