images

আন্তর্জাতিক

ইউক্রেনীয়দের প্রক্সি যুদ্ধে ব্যবহার করছে পশ্চিমারা: রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:৪৯ পিএম

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের জনগণকে প্রক্সি যুদ্ধে ব্যবহার করছে পশ্চিমা দেশগুলো। শুধুমাত্র এ কারণেই ওই অঞ্চলে রক্তপাত বাড়ছে। জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভাসিলি নেবেনজিয়া এমন মন্তব্য করেছেন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এমন তথ্য দেন। এ সময় তিনি পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করেন। 

একই সময়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন অঙ্গীকার করে বলেছেন, “ইউক্রেনকে যত দিন প্রয়োজন তত দিন সমর্থন দেওয়া অব্যাহত থাকবে।”

ভাসিলি নেবেনজিয়া বলেন, "ইউক্রেনের সঙ্গে শান্তির সম্ভাবনা তখনই অনেক বেড়ে যাবে যখন পশ্চিমারা দেশটিকে অস্ত্র দেয়া বন্ধ করবে। ওই সময় তারা বাস্তব দৃষ্টিভঙ্গি থেকে আমাদের উদ্বেগের কথা শুনবে।" এ সময় রুশ রাষ্ট্রদূত ইউক্রেনের জনগণকে প্রক্সি যুদ্ধে ব্যবহার না করতে পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান।

এ সময় সাংবাদিকরা রুশ রাষ্ট্রদূতের কাছে জানতে চান, ২০২৩ সালে শান্তিপূর্ণভাবে ইউক্রেন সংঘাতের সমাধান সম্ভব কিনা। জবাবে নেবেনজিয়া বলেন, "আমরা সব সময় শান্তির আশা করেছি।"

এদিকে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার স্টেট অব দ্যা ইউনিয়ন ভাষণে ইউক্রেন যুদ্ধ সম্পর্কে বলেছেন, “এটা সময়ের পরীক্ষা এবং আমেরিকার নিরাপত্তা ও উন্নয়নের জন্য হুমকি।

সূত্র : তাস, ফ্রান্স-২৪ 

এমইউ