images

আন্তর্জাতিক

ভয়াবহ ভূমিকম্পের ৫২ ঘণ্টা পর ৮ বছরের শিশু উদ্ধার 

আন্তর্জাতিক ডেস্ক

০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৫৬ পিএম

সোমবারের ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে সবচেয়ে ক্ষতিগ্রস্থ অঞ্চলগুলোর একটি হলো হাতায়ে। এখানে একটি আট বছরের শিশুকে উদ্ধার করা হয়েছে। তাকে একটি ধ্বংসপ্রাপ্ত ভবনের নিচ থেকে বের করে আনা হয়। স্থানীয় গণমাধ্যমগুলো এমন তথ্য দিয়েছে।

ধ্বংসযজ্ঞের প্রায় ৫২ ঘণ্টা পর উদ্ধার হওয়া শিশুটি সবার উদ্দেশ্যে হাত নাড়ছে

এ বিষয়ে আল-জাজিরা ও বিবিসি জানিয়েছে, তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর উদ্ধার অভিযানের অসংখ্য অবিশ্বাস্য গল্প এবং ছবি প্রকাশিত হয়েছে। ধ্বংসযজ্ঞের প্রায় ৫২ ঘণ্টা পর আট বছরের তুর্কি শিশু উদ্ধার এমনই একটি ঘটনা। এটা একটি সফল উদ্ধার অভিযানের প্রতিচ্ছবি।

উদ্ধার অভিযানের সময় অপেক্ষায় থাকা মা তার ছেলে ইজিট কাকমাককে কাছে পেয়েই জড়িয়ে ধরেন

তুরস্কের হাতায়ে একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে ইজিট কাকমাক নামে একটি আট বছর বয়সী বালককে উদ্ধার করা হয়। এরপর তাকে তার মায়ের কাছে নিয়ে যাওয়া হয়েছিল। উদ্ধার অভিযানের সময় অপেক্ষায় থাকা ক্রন্দনরত মা তার ছেলে ইজিট কাকমাককে কাছে পেয়েই জড়িয়ে ধরেন বলে জানা গেছে।

সূত্র : আল-জাজিরা, বিবিসি

এমইউ