images

আন্তর্জাতিক

ব্রিটিশ সেনাবাহিনীর দুর্বলতা নিয়ে যা বললেন শীর্ষ মার্কিন জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক

৩১ জানুয়ারি ২০২৩, ১২:৫০ পিএম

ব্রিটিশ সেনাবাহিনীকে একটি শীর্ষস্থানীয় বৈশ্বিক সামরিক বাহিনী হিসেবে আর গণ্য করা হয় না। একজন শীর্ষ মার্কিন জেনারেল এমন তথ্য দিয়েছেন। তার মতে, ব্রিটিশ সেনাবাহিনী এখন যুক্তরাজ্য ও আমাদের মিত্রদের রক্ষা করতে অক্ষম।

একটি প্রতিরক্ষা সূত্রের উদ্ধৃতি দিয়ে স্কাই নিউজ সোমবার জানিয়েছে যে ব্রিটিশ প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেসকে এক মার্কিন জেনারেল বলেছেন, ‘ব্রিটেনের সেনাবাহিনীর যুদ্ধ করার সক্ষমতা কমেছে। তারা দুর্বল হয়ে পড়েছে। এক দশক ধরে প্রতিরক্ষা বাজেট কমিয়ে ফেলার কারণে এমনটা হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে ব্রিটিশ সেনাবাহিনীকে শক্তিশালী করা দরকার।’

একটি মার্কিন প্রতিরক্ষা সূত্র স্কাই নিউজকে বলেছে, ‘ব্রিটিশ সেনাবাহিনী যুক্তরাজ্য এবং আমাদের মিত্রদের রক্ষা করতে অক্ষম।’

ওই সূত্রটি আরও বলেছে যে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাকও "যুদ্ধকালীন প্রধানমন্ত্রী" হিসেবে তার ভূমিকায় ব্যর্থ হওয়ার ঝুঁকি নিচ্ছেন। তিনি যদি বর্তমান অবস্থার কোনো পরিবর্তন না করেন, তবে তিনি সমস্যায় পড়বেন।’

মার্কিন সামরিক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রিটেনের প্রতিরক্ষা বাজেট বছরে কমপক্ষে ৩.৮ বিলিয়ন বৃদ্ধি করা উচিত। একইসাথে দেশটির সেনাবাহিনীর আকার কমানোর পরিকল্পনা বাতিল করা উচিত।

সূত্র : আনাদোলু এজেন্সি

এমইউ