images

আন্তর্জাতিক

কোরআন অবমাননা মুসলিমদের প্রতি উসকানি: সৌদির গ্র্যান্ড মুফতি

আন্তর্জাতিক ডেস্ক

২৩ জানুয়ারি ২০২৩, ১১:১৩ এএম

সুইডেনের স্টকহোমে কুরআন অবমাননার ঘটনা বিশ্বের দেড়শ কোটি মুসলিমের প্রতি উসকানি বলে মন্তব্য করেছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র স্কলার কাউন্সিলের চেয়ারম্যান শেখ আবদুল আজিজ আল-শেখ। তিনি একজন উগ্রপন্থী সুইডিশ রাজনীতিবিদের পবিত্র কুরআন পোড়ানোর মতো তীব্র নিন্দা জানিয়েছেন।

সৌদির গ্র্যান্ড মুফতি বলেন, এমন লজ্জাজনক কাজ বিশ্বের দেড় বিলিয়ন (দেড়শ কোটি) মুসলমানের বিরুদ্ধে উসকানিমূলক। এটি বিবাদকে ইন্ধন দেয়। খবর সৌদি গেজেটের

গ্র্যান্ড মুফতি এই বিষয়ে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা বিবৃতির প্রশংসা করেছেন। ওই বিবৃতিতে স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে এক চরমপন্থী রাজনীতিবিদকে পবিত্র কোরআন পোড়ানোর অনুমতি দেওয়া সুইডিশ কর্তৃপক্ষের কঠোর নিন্দা করা হয়।

গ্র্যান্ড মুফতি পুনর্ব্যক্ত করেছেন যে, এমন বর্বর এবং উস্কানিমূলক কাজ দিয়ে মুসলিমদের দমানো যাবে না। বরং এসবের পরও মুসলমানদের হৃদয়ে পবিত্র কোরআনের প্রতি ভালোবাসা বাড়বে।  

সকল মুসলমানকে পবিত্র কোরআন মেনে চলার আহ্বান জানিয়েছেন সৌদির গ্র্যান্ড মুফতি।

মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে সুইডেনের সদস্যপদ পাওয়া নিয়ে তুরস্কের আপত্তির বিরুদ্ধে সম্প্রতি বিক্ষোভ করে দেশটির উগ্র ডানপন্থীরা। বিক্ষোভে পবিত্র গ্রন্থ আল কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। এর নেতৃত্বে ছিলেন উগ্রপন্থি সুইডিশ রাজনীতিবিদ রাসমুস পালুদান। এর আগেও একাধিকবার তিনি এমন ঘৃণিত কাজ করেছেন।

শনিবার পুলিশ দ্বারা পরিবেষ্টিত হয়ে পালুদান একটি লাইটার দিয়ে পবিত্র গ্রন্থ আল কোরআনে আগুন ধরিয়ে দেয়। এছাড়া প্রায় এক ঘণ্টা ধরে সেখানে তিনি সুইডেনে ইসলাম এবং অভিবাসনকে আক্রমণ ও সমালোচনা করে। 

এই ঘটনায় বিবৃতি দিয়ে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়। সৌদি আরব, জর্ডান এবং কুয়েতসহ বেশ কয়েকটি আরব দেশও এর তীব্র নিন্দা জানিয়েছে।

একে