images

আন্তর্জাতিক

ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনি শিশুটি আর বেঁচে নেই

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জানুয়ারি ২০২৩, ১১:২৮ এএম

অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণ বেথলেহেম শহরের ধেশেহ শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে আহত এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। মূলত, গুলিবর্ষণের কারণে ওই শিশুর মৃত্যু হয়। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ‘১৪ বছর বয়সী ওমর খমোর মাথায় একটি বুলেটে লাগায় তিনি গুরুতর আহত হন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

সোমবারের ওই ঘটনায় ইসরায়েলি কর্তৃপক্ষ এখনও কোনো মন্তব্য করেনি।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গেছে, ‘ইসরায়েলি বাহিনী প্রায় প্রতিদিনই ফিলিস্তিনি এলাকায় অভিযান চালায়। এ সময় তারা অনেক ফিলিস্তিনি নাগরিককে ধরে নিয়ে যায়। ওই কারণে সোমবার ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি এলাকায় এলে তাদের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘাত শুরু হয়।’

এর আগে সোমবার সকালে পশ্চিম তীরের বেথলেহেম এবং জেনিন শহরে অভিযানের সময় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে তিন ফিলিস্তিনি আহত হয়।

এর আগে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘বেথলেহেমের ধেশেহ শরণার্থী শিবিরে সামরিক অভিযানের মধ্যে ইসরায়েলি সেনাবাহিনী গুলিবর্ষণ করে। এ সময় এক ১৪ বছর বয়সী শিশু গুরুতর আহত হয়। ওই শিশুর মাথায় গুলি লেগেছে।’

ভয়েস অব প্যালেস্টাইন রেডিও স্টেশন জানিয়েছে, ‘জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহরে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় দুই ফিলিস্তিনি আহত হয়েছে।’

পশ্চিম তীরে অভিযানের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনো বিবৃতি পাওয়া যায়নি।

সূত্র : আনাদোলু এজেন্সি

এমইউ